মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সমুদ্রপাড়ে হাতে আঁকা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর চিত্র প্রদর্শনী

ডিবিএন ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২

সমুদ্রপাড়ে হাতে আঁকা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর চিত্র প্রদর্শনী

প্রকৃতির উপকরণ দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে হাতে আঁকা চিত্র প্রদর্শনী হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে।

সোমবার (৫ ডিসেম্বর) লাবণী পয়েন্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান “স্বপ্ন” নামের এক সমাজিক সংগঠনের নেতারা।

স্বপ্ন সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত মেধাবী তরুণদের নিয়ে কাজ করা সংগঠনটি প্রধানমন্ত্রীর আগমনী বার্তা এবং দেশজুড়ে চলমান উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষ থেকে শুরু করে সমুদ্র সৈকতে আগত পর্যটকদের কাছে পৌছে দিতে এমন উদ্যোগ নিয়েছে।
প্রদর্শনীতে স্থান পাবে-সমুদ্রের বালি দিয়ে আঁকা প্রধানমন্ত্রীর ছবি, ৭ মার্চের ভাষনের ক্যাসেট এর ফিতা, পেরেকের কারুকার্য, কয়েন, চা পাতার রস, বিনি সুতো দিয়ে আঁকা হয়েছে বঙ্গবন্ধুর ছবি এবং পদ্মাসেতুসহ কক্সবাজার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের উপর প্রকৃতির উপকরণ দিয়ে হতে আঁকা চিত্র কর্ম।

রামুর কৃতি সন্তান কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাইদের হাতে আঁকা একক এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা৷

শিল্পী সাজ্জাদ বলেন-বালি দিয়ে আঁকা প্রধানমন্ত্রীর চিত্রকর্মটি কক্সবাজারে ৭ ডিসেম্বরের জনসভায় প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দিতে চান এবং সমুদ্রে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীর মাধ্যমে মানুষ মাঝে উন্নয়ন নিয়ে চলমান কর্মকান্ড উপস্থাপন করতেই এই প্রয়াস।

/টিআর/

Comments

comments

Posted ১:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com