শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

লকডাউন না মেনে এম্বুলেন্সে করে ঢাকা থেকে চকরিয়ায় আসায় জরিমানা

মুকুল কান্তি দাশ, চকরিয়া   |   শনিবার, ১১ এপ্রিল ২০২০

লকডাউন না মেনে এম্বুলেন্সে করে ঢাকা থেকে চকরিয়ায় আসায় জরিমানা

কক্সবাজার জেলাকে লকডাউন করা হয়েছে গত ৮ এপ্রিল থেকে। এরপর থেকে জেলায় পণ্যবাহি ও জরুরী সেবা ব্যতিত সবধরণের যানবাহন ও মানুষের আসা-যাওয়া মুলত নিষিদ্ধি হয়ে যায়। কিন্তু প্রশাসনের কথা অমান্য করে ঢাকা থেকে চকরিয়ায় প্রবেশ করায় বেশ কয়েকজনকে জরিমানা ছাড়াও হোম কোয়ারান্টাইন মেনে চলার নির্দেশ দিয়েছেন উপজেলার সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চকরিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, সরকারের আদেশ অমান্য করে ঢাকা থেকে এম্বুলেন্স করে চকরিয়ায় আসা কাহারিয়াঘোনা এবং করাইঘোনার বেশ কয়েকজনের কাছ থেকে ১১ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় তাদের ১৪দিন কোয়ারান্টাইন মেনে চলার নির্দেশ প্রদান করা হয়। তারা মূলত রোগি সেজে এম্বুলেন্সে করে চকরিয়ায় আসে।
তিনি আরো বলেন, ঢাকা বা বাহির থেকে কোন লোক আসলে প্রশাসনকে সাথে সাথে জানানোর অনুরোধ করেন। প্রশাসন এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Comments

comments

Posted ৬:৩৮ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২০

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com