তারেকুর রহমান | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের ১১ বিশিষ্ট এ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে পদাধিকার বলে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল এবং সেক্রেটারি হয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
এ্যাডহক কার্যনির্বাহী কমিটির নবনিযুক্ত অন্যান্যরা হলেন, ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, সদস্য পদে- রাশেদ হোসাইন নান্নু, দিদারুল ইসলাম, তাহমিনা নুসরাত জাহান লুনা, ইফতেখারুল ইসলাম।হানিফ, অ্যাডভোকেট একরামুল হুদা, আলী আহমদ, তাসলিমা রুমানা, বাহাদুর চৌধুরী।
উল্লেখ্য, রেড ক্রিসেন্ট দীর্ঘদিন ধরে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে যুব রেডক্রিসেন্ট সবসময় মানুষের সাথে সম্পৃক্ত থেকে কল্যাণমুলক কাজ করে। নিয়মিত রক্ত দান থেকে শুরু করে করোনাকালে মানুষের মধ্যে খাদ্য, পানি বিতরণ, পরবর্তীতে করোনা প্রতিষেধক ভ্যাকসিন প্রয়োগে তাদের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।
Posted ৫:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
dbncox.com | Bijoy Kumar