মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

রামু ও নাইক্ষ্যংছড়ি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান

শওকত ইসলাম,রামু   |   বুধবার, ১৫ মার্চ ২০২৩

রামু ও নাইক্ষ্যংছড়ি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান

রামু ও নাইক্ষ্যংছড়ি বিভিন্ন জায়গায় বকেয়ার জন্য বিদ্যুৎ সংযোগ বিছিন্নের অভিযান পরিচালনা করা হয়েছে । রামু উপজেলার গর্জনীয়া ও কচ্ছপিয়া ইউনিয়ন অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়া টমটম গ্যারেজ, নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী মাঠ চাকঢালা ৪ নং ওয়ার্ড গিয়াস উদ্দিন দীর্ঘ দিন ধরে অবৈধ পন্থায় অন্যজনের বাসার সার্ভিসতার থেকে নিজের স্কিমের জন্য ব্যবহার করছে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ।

রামুর বাইপাস, আমতলিয়া পাড়া,পূর্ব মেরংলোয়া,ফতেখাঁরকুল,কাউয়ারখোপ ইউনিয়নের বিভিন্ন জায়গায় বকেয়া এবং অবৈধ সংযোগ বিছিন্ন করা হয়। বুধবার (১৪ মার্চ) সকাল থেকে দিন ব্যাপী অভিযান করেন আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরী। উপসহকারি প্রকৌশলী হযরত আলী,লাইনম্যান মোতালেব,আমীর,সাহায্যকারী মাসুদ রানা,চিংহ্লা মার্মা অস্থায়ী সাহায্যকারী ক্যাওলাছিং মার্মা,নুরুল আমীন,বাবু,ড্রাইভার দিদারুল আলম উপস্থিত ছিলেন। আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরী জানান,আগামী মাস থেকে সরকারী, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া বিদ্যুৎ আদায়ের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। সেই নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানকে ইতোমধ্যে চিঠি ইস্যু করা হয়েছে। পর্যায়ক্রমে বিল খেলাপি সবাইকে নোটিশ দেয়া হবে।রামু ও নাইক্ষ্যংছড়িতে অভিযান পরিচালনা করে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করাসহ মিটার ও সংযোগ তার জব্দ করে একজনের বিরুদ্ধে বিউবো বিধি/ধারা মোতাবেক জরিমানা/মামলা প্রক্রিয়াদিন। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা থেকে বিরত থাকতে সকলকে সচেতন করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় আবাসিক প্রকৌশলী আরো জানান, যারা বিদ্যুৎ চুরি ও বকেয়া রাখবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।পাশাপাশি সবাইকে বকেয়া বা অবৈধ বিদ্যুৎ না জ্বালিয়ে এবং বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে সরকারের কাজে সহযোগিতা করার অনুরোধ জানান ।

 

Comments

comments

Posted ৮:৩৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০২৩

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com