মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

রামুতে মিনিট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ২

বিশেষ প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩

রামুতে মিনিট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ২

কক্সবাজারের রামুতে মিনিট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছে। শুক্রবার সকাল ৭ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ভরাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক। নিহতরা হল, উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁপালংএলাকার আনু মিয়ার ছেলে অটোরিকশা চালক বদিউল আলম (৫০) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরী পাড়ার মো. তরমিজের ছেলে মো. ওসমান (৩৫) ও মো. হাসান (৩০)। আহতরা হল, উখিয়া উপজেলার রাজাপালং এলাকার মোকতার আহমেদ বাবুলের ছেলে মো. আলাউদ্দিন এবং একই উপজেলার রতœাপালং এলাকার ফিরোজ আহমেদ। হতাহতরা সকলে অটোরিকশার যাত্রী। স্থানীয়দের বরাতে আব্দুল হক বলেন, শুক্রবার সকালে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রামু উপজেলার খুনিয়াপালংয়ের ভরাব্রিজ এলাকায় কক্সবাজারমুখি অটোরিকশা সাথে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ হাইওয়ে পুলিশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। একই ধরণের তথ্য নিশ্চিত করেছেন রামু হাইওয়ে ক্রসিং থানা পুলিশের পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন।

Comments

comments

Posted ৮:২০ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

দশ বছর পর
দশ বছর পর

(1547 বার পঠিত)

সেই মা সেই ছবি
সেই মা সেই ছবি

(1164 বার পঠিত)

(1143 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com