বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

রামুতে বিষ পানে গৃহবধূর মৃত্যু

তারেকুর রহমান   |   মঙ্গলবার, ১৭ মে ২০২২

রামুতে বিষ পানে গৃহবধূর মৃত্যু

কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়ির জ্বীনের ঘোনা এলাকায় বিষ পানে গৃহবধূর মৃত্যু হয়েছে। মুরগী ধান খাওয়াকে কেন্দ্র করে মারধরে বিষ পানের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ মে) দুপুর দেড়টায় বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক আলমগীর হোসেন।

নিহত গৃহবধূর নাম আরেফা আক্তার (২০)। তিনি জ্বীনের ঘোনা এলাকার নাছির উদ্দিনের স্ত্রী।

নাছির উদ্দিন বলেন, ‘শনিবার (১৪ মে) ধানের আঁটি থেকে মুরগী ধান খাওয়ায় আমার বড় ভাই শাহাব উদ্দির আরেফাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে আমার স্ত্রী প্রতিবাদ করায় তাকে মারধর করে। তখন অভিমানে সে বিষ পান করে। পরে তাকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থা অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে আরেফা মারা যায়।

নিহতের বড় ভাই খোরশেদ আলম বলেন, ‘আমার বোনকে শ্বশুড়বাড়ির লোকজন নির্যাতন করে মেরে ফেলেছে। আরেফাকে মারধরের সময় সে ফোন করে আমাদের বলে তাকে মারধরের পর বিষ খাওয়াই দেয়। এ ব্যাপারে আমরা আইনের শরণাপন্ন হবো।’

পরিদর্শক আলমগীর হোসেন জানান, দুই পরিবারের দাবি ভিন্ন। ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্তের আগে ঘটনার কারণ স্পষ্ট বলা যাচ্ছে না। এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

comments

Posted ৭:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মে ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com