বুধবার ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

‘মেসিকে কীভাবে থামানো যায়, এই প্রশ্নের উত্তর কোনোদিন পাবো না আমরা’

ডিবিএন ডেস্ক   |   বুধবার, ৩০ নভেম্বর ২০২২

‘মেসিকে কীভাবে থামানো যায়, এই প্রশ্নের উত্তর কোনোদিন পাবো না আমরা’

লিওনেল মেসি- ফাইল ছবি

আর্জেন্টিনাকে কাবু করতে হলে লিওনেল মেসিকে থামাও, প্রতিপক্ষ দল এই গেম প্ল্যান নিয়েই তাদের মুখোমুখি হয়। কিন্তু তারপরও সাতবারের ব্যালন ডি’অর জয়ী জাদু দিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়দের বশ করেন। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে পোল্যান্ড কোচ সেসলো মিচনিউইজের কাছেও প্রশ্ন গেলো, মেসিকে থামাতে কী পরিকল্পনা করছেন?

পোলিশ কোচের কাছে এই প্রশ্নের কোনও উত্তর নেই। কারণ সারা বিশ্ব ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডকে থামানোর মন্ত্র খুঁজে বেড়াচ্ছে। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে প্রায় আটশ গোল করা মেসিকে স্কিং গ্রেট আলবার্তো তোম্বার সঙ্গে তুলনা করে মিচনিউইজ বললেন, ‘পিচে মেসি অনেকটা ঢালে আলবার্তো তোম্বার মতো। সে সবাইকে কেমন করে যেন এড়িয়ে যায়, যেমন তোম্বা সব বাধা পেরিয়ে যান। সুতরাং মেসির চারপাশে আমাদের খেলোয়াড় রাখতে হবে কারণ সে যদি তাদের মোকাবিলা করে তাহলে সহজেই গোল করবে।’

পোল্যান্ডের কোচ মনে করেন না, মেসিকে থামানোর চূড়ান্ত কৌশল কেউ খুঁজে বের করতে পারবে। মিচনিউইজ যোগ করেন, ‘একজন খেলোয়াড় মেসিকে থামাতে পারবে না। তার চারপাশে আমাদের অবশ্যই খেলোয়াড় রাখতে হবে। পুরো বিশ্ব বছরের পর বছর চিন্তা করছে মেসিকে কীভাবে থামানো যায় এবং তারপরও সে গোলের পর গোল আর অ্যাসিস্ট করে যাচ্ছে। আমি মনে করি না আমরা কখনও এই প্রশ্নের চূড়ান্ত উত্তর বের করতে পারবো।’

এই ম্যাচ মেসি বনাম রবার্ট লেভানডোভস্কির, এমনটা মনে করছেন অনেকে। তাদের উদ্দেশ্যে মিচনিউইজ বলেন, ‘এটা শুধু লেভানডোভস্কি ও মেসির মধ্যেকার ম্যাচ নয়, এটা তো টেনিস না। রবার্টের তার সতীর্থের প্রয়োজন, মেসির বেলাতেও একই ব্যাপার। আমরা এই দারুণ স্ট্রাইকারদের ওপর নির্ভর করি কিন্তু তারা একাই ম্যাচ জেতাতে পারে না।’

/টিআর/রাইজিংবিডি

Comments

comments

Posted ৩:৫২ অপরাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কৃষক ‘মাশরাফি’
কৃষক ‘মাশরাফি’

(1225 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com