শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মাতামুহুরীর নদীতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

মুকুল কান্তি দাশ, চকরিয়া :   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০

মাতামুহুরীর নদীতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

কাছিকাছি বয়সের আপন মামাতো-ফুফাতো বোন। গোসল করতে নেমে মাতামুহুরী নদীর পানিতে ডুবে মারা গেছেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়নের দক্ষিণ লোটনি গ্রামের মাতামুহুরী নদীর পয়েন্টে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলেন- ওই এলাকার শামসুল আলমের মেয়ে লোটনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী আসমাউল হোসনা (১১) ও আবদুল মোসাফের ও হাজিয়ান দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী উম্মে হাবিবা ইসমা (১৩)।
আত্মীয়দের উদ্ধৃতি দিয়ে লোটনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাসউদ রেজা চৌধুরী বলেন,মঙ্গলবার বেলা ২টার দিকে আমাদের স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী আসমাউল ও তার মামাতো বোন ইসমা বাড়ির নিকটবর্তী মাতামুহুরীর নদীতে গোসল করতে যায়। আসমাউল সাতার জানতো না। সে পানিতে নামা মাত্রই তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধার করার চেষ্টা করে ইসমা। এসময় দুইজনই পানিতে ডুবে যায়।
দুই শিশু গোসল করে ঘরে ফিরতে দেরি হওয়ায় পরিবার সদস্যরা খোঁজাখুজি শুরু করে।এক পর্যায়ে পাড়ার লোকজনসহ মাতামুহুরী নদীর পানিতে সন্ধান চালিয়ে বিকেল ৩টার দিকে দুই শিশু নিথর দেহ উদ্ধার করে। পরে দুই শিশুকে চকরিয়ার ্একটি প্রাইভেট হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিতসক তাদের মৃত ঘোষনা করেন। এঘটনায় দক্ষিণ লোটনি এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
বিকেল ৫টার দিকে পানিতে ডুকে দুই শিশুর মৃত্য সংবাদ শুনে তাদের বাড়িতে যায় কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান।
তিনি বলেন, মাতামুহুরী নদীতে ডুবে দুই শিশুর মারা যাওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। রাতেই তাদের দাফন করা হবে।

Comments

comments

Posted ৬:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com