শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ভালোবাসা দিবসে ১৫ হাজার টাকায় ডিনার!

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০

ভালোবাসা দিবসে ১৫ হাজার টাকায় ডিনার!

ভালোবাসা দিবসে বিশেষ আয়োজন নিয়ে এসেছে লা মেরিডিয়ান ঢাকা। অতিথিরা তাদের প্রিয়জনকে নিয়ে ইটালিয়ান রেস্টুরেন্ট ফ্যাভোলা’তে ৫ কোর্স ডিনার উপভোগ করতে পারবেন ১৫,০০০ টাকায়। রোমান্টিক আবহ তৈরিতে থাকবে লাইভ স্যাক্সোফোন পরিবেশনা।

হোটেলটির ওলেয়া রেস্টুরেন্টে বসে আরব্য আবহে ক্যান্ডেল লাইট সন্ধ্যা উপভোগের সুযোগ পাবেন উৎসবে আগত অতিথিরা। প্রত্যেক জুটি দশ হাজার টাকায় ৫ কোর্স ডিনার উপভোগ করতে পারবেন। এছাড়াও আগত অতিথিদের জন্য হোটেলটি লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে আয়োজন করেছে ব্যান্ডদল এইচটুএইচ এর লাইভ পারফরম্যান্স। এই লাইভ মিউজিকের সাথে বুফে ডিনার উপভোগ করতে পারবেন অতিথিরা। এ জন্য প্রত্যেক অতিথিকে ৩,৯০০ টাকা খরচ করতে হবে।

জমকালো পুল লাউঞ্জেও হোটেলটি ডিনারের আয়োজন করবে। যেখানে যুগলরা ৪,৫০০ টাকার বিনিময়ে রাতের আকাশের নিচে বসে ৫ কোর্সের ডিনার উপভোগ করতে পারবেন। ডিনারের সাথে থাকবে ক্লারিসের লাইভ পারফরম্যান্স।

প্রিয়জনের সাথে ভালোবাসা দিবস কাটানোর জন্য হোটেলটির ভি-জোন হতে পারে উপযুক্ত স্থান। হোটেলে আগত অতিথিরা ভায়োলিনের মূর্ছনায় তারকাখচিত রাতের আকাশের নিচে বসে ৫ কোর্সের বিশেষ ডিনার উপভোগ করতে পারবেন। এ জন্য প্রত্যেক জুটির খরচ হবে ২২,৫০০ টাকা।

এখানেই শেষ হচ্ছে না হোটেলটির ভালোবাসা দিবসের আয়োজন।। ভালোবাসা দিবসের পরদিন হোটেলটি আয়োজন করছে ‘অ্যানাদার ডে ফর লাভ’ প্রোগ্রামের, যেখানে যুগলরা হোটেলটির লেটেস্ট রেসিপিতে ৩,৯০০ টাকায় অতুলনীয় স্বাদের বিশেষ বুফে ডিনার উপভোগ করতে পারবেন।

এ নিয়ে লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কনস্ট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, প্রিয়জনের সাথে চমৎকার দিন কাটানোর পাশাপাশি নিজেদের অনুভূতি প্রকাশের চমৎকার সুযোগ এনে দেয় বিশ্ব ভালোবাসা দিবস। তাই লা মেরিডিয়ান টিম ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে দিনটিকে বিশেষ স্মরণীয় করে রাখতে যুগলদের জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

Comments

comments

Posted ৯:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com