তারেকুর রহমান | বৃহস্পতিবার, ১২ মে ২০২২
ভারত থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয়কালে ২ পরিবারের ১১ রোহিঙ্গাকে আটক করে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ক্যাম্প-১/ইস্ট থেকে বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১২ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
আটকদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
এসপি নাইমুল জানান, বৃহস্পতিবার সকালে ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ভারত থেকে পালিয়ে আসার কথা স্বীকার করে।
তিনি জানান, আটকদের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে সিআইসি তাদের ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করেন।
Posted ৭:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মে ২০২২
dbncox.com | ajker deshbidesh