শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
স্কাসের শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধনকালে জেলা প্রশাসক

বঞ্চিত শিশুদের শিক্ষায় যুক্ত করতে স্কাসসহ সংশ্লিষ্টদের দায়িত্ব নিতে হবে : জেলা প্রশাসক

দেশবিদেশ প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

বঞ্চিত শিশুদের শিক্ষায় যুক্ত করতে স্কাসসহ সংশ্লিষ্টদের দায়িত্ব নিতে হবে : জেলা প্রশাসক

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, প্রত্যেক শিশুই আলাদা। ঝরেপড়া, বিদ্যালয় বহির্ভূত ও শিক্ষা বঞ্চিত শিশুরা আউট অব স্কুলচিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় দ্বিতীয়বার পড়াশুনার সুযোগ পেয়েছে। নতুন করে শিক্ষায় আলোকিত হবে তারা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণলের ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে।
সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা স্কাসের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০ টার দিকে পিটিআই কক্সবাজারের রিসোর্স কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, প্রত্যেকে শিশু এই কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার সাথে যুক্ত হতে পারে সেই দায়িত্ব আপনারা স্কাসসহ যারা শিখনকেন্দ্র পাঠদান করার জন্য দায়িত্ব পালন করছেন তাদেরকে নিতে হবে এবং এভাবেই তাদের জীবন উন্নত হবে।

জেলা প্রশাসক বলেন, প্রত্যেকে শিশু এই কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার সাথে যুক্ত হতে পারে সেই দায়িত্ব আপনারা স্কাসসহ যারা শিখনকেন্দ্র পাঠদান করার জন্য দায়িত্ব পালন করছেন তাদেরকে নিতে হবে এবং এভাবেই তাদের জীবন উন্নত হবে।

পিটিআই কক্সবাজারের সুপারিনটেনডেন্ট শামশুল আহসানের সভাপতিত্বে ও জেলা ব্যবস্থাপক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কক্সবাজারের প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান চৌধুরী, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোহাং আব্দুল হামিদ, সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা স্কাসের চেয়ারম্যান জেসমিন প্রেমাসহ কর্মকর্তারা।
ঝরেপড়া এবং বিদ্যালয়বহির্ভূত শিশুদের শিক্ষা সাথে যুক্ত করার মধ্যদিয়ে আগামীদিনে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো’র অধীন আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি শুরু হয়েছে দেশের বিভিন্ন জেলায়। তারই ধারাবাহিকতায় কক্সবাজার জেলাতেও এ কার্যক্রম শুরু হচ্ছে। এ কর্মসূচী বাস্তবায়ন সহায়ক সংস্থা হিসেবে কাজ করছে সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা স্কাস ।
প্রশিক্ষণে ৩৬ জন শিক্ষক, দুইজন সুপারভাইজার ও ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

Comments

comments

Posted ১০:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(605 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com