বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ফাতেমা এন্ড কোম্পানি ফাউন্ডেশনের স্বত্বাধিকারী কবির আহমদ কোম্পানির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

দেশবিদেশ প্রতিবেদক   |   রবিবার, ০১ মে ২০২২

ফাতেমা এন্ড কোম্পানি ফাউন্ডেশনের স্বত্বাধিকারী কবির আহমদ কোম্পানির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কক্সবাজার শহরে ফাতেমা এন্ড কোম্পানি ফাউন্ডেশনের স্বত্বাধিকারী কবির আহমদ কোম্পানি ওরফে কবির সওদাগরের পরিবারের উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) শহরের পূর্ব পাহাড়তলী ইছুলের ঘোনা মাঠে পরিবারের পক্ষ ঈদ সামগ্রী বিতরণ করেন কবির সওদাগরের দুই ছেলে তরুণ উদ্যোক্তা ওসমান গণি ও ওসমান সরওয়ার টিপু।

এসময় পূর্ব পাহাড়তলী ৭নং ওয়ার্ডের ১৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তারা। প্রতি বছর তারা অসচ্ছল মানুষকে এই সহযোগিতা করে আসছে।

এ ব্যাপারে ওসমান গণি বলেন, প্রতিবছর আমাদের পরিবার এলাকার অসহায় মেহনতি মানুষের পাশে থাকে। এই রমজান মাসে এলাকার মানুষের কথা চিন্তা করে পরিবারের পক্ষ থেকে তাদের ঈদ সামগ্রী উপহারের উদ্যোগ নেয়া হয়েছে। প্রতি বছর আমরা এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো।

ওসমান সরওয়ার টিপু বলেন, ‘প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা এলাকার মানুষের খবর নিয়েছি। করোনার কঠিন পরিস্থিতির সময়ও আমরা গরীব-দুঃখী মানুষের পাশে ছিলাম। এবছর রমজানের শুরু থেকে ফাতেমা এন্ড কোম্পানি ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার মানুষের পাশে থেকেছি। এবং ঈদকে সামনে রেখে সাধ্যমতো ঈদ সামগ্রী উপহার দিলাম। আমরা চাই না এলাকার মানুষ কষ্টে থাকুক। আমরা চাই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সে চিন্তাধারা থেকে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

টিপু বলেন, ‘অসহায়-দুস্থ মানুষের জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। যতদিন বেঁচে আছি ততদিন আমরা তাদের পাশে থাকবো। এই আশা আমাদের।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কবির আহম্মদ কোম্পানিসহ তার পরিবারের সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

comments

Posted ৬:১০ অপরাহ্ণ | রবিবার, ০১ মে ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(605 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com