শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ নিয়ে কক্সবাজারে সাংবাদিক প্রশিক্ষণ

ডিবিএন ডেস্ক   |   শনিবার, ২৬ নভেম্বর ২০২২

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ নিয়ে কক্সবাজারে সাংবাদিক প্রশিক্ষণ

কক্সবাজারে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ে গণমাধ্যমের সক্রিয়তা বাড়ানো ও ইস্যুভিত্তিক সংবাদ বিষয়ে সাংবাদিকদের দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। 

অতিথিরা বক্তব্য রাখছেন।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান অরুণোদয়ের হলে এ প্রশিক্ষণ শুরু করা হয়।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্বোধন করেন। সাংবাদিক সরওয়ার আজম মানিকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর-এর সহায়তায় গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টি এ প্রশিক্ষণ আয়োজন করে। এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন সমষ্টির পরিচালক ও চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর মাসরুর জামান ও গবেষণা পরিচালক রেজাউল হক।
প্রশিক্ষণে কক্সবাজারে কর্মরত জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।

/টিআর/এসএএম

Comments

comments

Posted ১১:৩৩ অপরাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com