শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
রাবি উপাচার্য বললেন

দেশের উন্নয়ন কাগজে-কলমে সীমাবদ্ধ নেই

  |   রবিবার, ১০ জুন ২০১৮

দেশের উন্নয়ন কাগজে-কলমে সীমাবদ্ধ নেই

রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর থেকেই দেশের উন্নয়নে নতুন মাত্রা যোগ হয়েছে। এ উন্নয়ন এখন আর কাগজে-কলমে সীমাবদ্ধ নেই। কৃষি, শিক্ষা-গবেষণা, শিল্প, প্রযুক্তিসহ সব ক্ষেত্রেই বাংলাদেশ এখন ভালো অবস্থানে রয়েছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উৎক্ষেপণ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আনন্দ শোভাযাত্রার আগে তিনি এসব কথা বলেন। পরে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এতে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য আরো বলেন, ‘বাংলাদেশ এখন বিভিন্ন সূচকে ভারতের চেয়েও এগিয়ে। স্যাটেলাইট উৎক্ষেপণ আমাদের জন্য অত্যন্ত গর্বের। প্রথমবার এ স্যাটেলাইট উৎক্ষেপণে কিছুটা ত্রুটি দেখা দিলে অনেকেই সমালোচনা করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী এসব সমালোচনার সমুচিত জবাব দিয়েছেন।’

Comments

comments

Posted ৭:০৩ অপরাহ্ণ | রবিবার, ১০ জুন ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাল বই উৎসব
কাল বই উৎসব

(1135 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com