শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দীর্ঘ দিন সফলতার সাথে চাকরী করার উপায়

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০

দীর্ঘ দিন সফলতার সাথে চাকরী করার উপায়

সফলতার সঙ্গে দীর্ঘদিন চাকরি করা একটা বিরাট চ্যালেঞ্জের বিষয়৷ দেখা যায়, দীর্ঘদিন চাকরির সঙ্গে যুক্ত থাকা বেশির ভাগ মানুষ হতাশা প্রকাশ করেন, বিষণ্ণতায় ভোগেন৷ চাকরি দীর্ঘদিন করতে হবে, এটিই স্বাভাবিক ব্যাপার৷ অন্যদিকে দীর্ঘদিন একই কাজ করতে করতে একঘেয়েমি আর ক্লান্তি বোধ হতে পারে৷ সেটাও স্বাভাবিক ব্যাপার৷

এই স্বাভাবিক ব্যাপারগুলোকে নিয়েই চলতে হবে চাকরি জীবনে৷ ধাপে ধাপে উন্নতিও করতে হবে৷ দীর্ঘদিন ভালোভাবে চাকরি করতে হলে কিছু নিয়ম মেনে চলতে পারেন৷ এই নিয়মগুলো সবার জন্য সমানভাবে কাজ করবে সে রকম ভাবার কোনও কারণ নেই৷ ব্যক্তি বিশেষে নিয়মের ব্যতিক্রমও হতে পারে৷ দীর্ঘদিন সফলভাবে চাকরি করার জন্য যা যা করতে পারেন:

ইতিবাচক থাকুন: চাকরি যে সব সময় মনের মতো হবে এমনটা নয়৷ সে জন্য বেশির ভাগ চাকরিজীবীর একধরনের মানসিক অস্বস্তি থাকে৷ এছাড়া প্রতিদিনের রুটিন ওয়ার্কও একঘেয়ে হয়ে যেতে পারে৷ একঘেয়ে কাজ দীর্ঘদিন করতে কারোই ভালো লাগার কথা নয়৷ এসব বিষয় থেকে মুক্ত থাকতে ইতিবাচক থাকতে হবে৷ সবকিছুতে ইতিবাচক থাকুন৷ যে কাজটি করছেন সেখান থেকে আনন্দ খুঁজে নিতে শিখুন৷ যে পদ্ধতিটিতে নিজের আরাম খুঁজে পাবেন, সেটি প্রতিদিন ব্যবহার করুন৷ নির্দিষ্ট সময় পরপর নতুন পদ্ধতি খুঁজে নিন৷

প্রতিদিন শিখুন: আমাদের দেশের প্রেক্ষাপটে একটি বিষয় স্পষ্ট যে চাকরিজীবীরা নতুন কিছু শেখার চেষ্টা করেন না, সেটা প্রযুক্তিগত কিছু হোক বা কাজ করার নতুন থিওরি হোক৷ এই মানসিকতা থেকে বের হয়ে আসুন৷ নিজের কাজকে সহজ করার জন্য প্রতিদিন কিছু একটা শেখার চেষ্টা করুন৷ এ জন্য আপনি কাজের ফাঁকে নিজের কাজ বিষয়ে কিছু পড়ার চেষ্টা করুন৷

গুগলে খুঁজলেই পড়ার জন্য আপনি কিছু না কিছু পেয়ে যাবেন৷ সেগুলো পড়তে থাকুন৷ টেকনিক্যাল জ্ঞান বাড়ানোর জন্য বর্তমানের প্রযুক্তি বিষয়ে খোঁজখবর রাখুন৷ খুঁজে দেখুন আপনার কাজের ধরন অনুসারে কোন প্রযুক্তি আপনাকে সহায়তা করতে পারে৷ সেগুলো শিখে নিন দ্রুত৷ যত শিখবেন ততই বৈচিত্র্যপূর্ণভাবে আপনি আপনার কাজ করতে পারবেন৷

নিজের ভালো চর্চাগুলি বজায় রাখুন: প্রত্যেক মানুষ তাঁর মতো করে সৃষ্টিশীল৷ চাকরি শুরু করার আগে আপনি সৃষ্টিশীল যা করতেন, চাকরির ফাঁকে ফাঁকে সেগুলোর চর্চা অব্যাহত রাখুন৷ হতে পারে আপনি গিটার, বাঁশি বা এই রকম বাদ্যযন্ত্র বাজাতে পারেন, তাহলে অবসরে সেগুলো বাজান৷ গান করতে পারলে অবসরে গান করুন, লেখালেখি করতে পারলে তার চর্চা করুন৷ অবসর সময় খুঁজে বের করুন৷

পরিবার-পরিজনকে সময় দিন: আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে নিজের পরিবারকে সময় দিন৷ ব্যাচেলর হলে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে নিয়ম করে মিশুন, আড্ডা দিন, বাইরে ঘুরুন৷ বাবা-মা থাকলে তাঁদের সঙ্গে দেখা করুন৷ আর যদি তাঁদের থেকে দূরে থাকেন, তাহলে অবশ্যই নিয়ম করে তাঁদের সঙ্গে কথা বলুন৷ দেখবেন মানসিকভাবে বেশ ফুরফুরে লাগছে আপনাকে৷ চাকরির একঘেয়েমি থেকে বাঁচতে এই কাজগুলো আপনার ব্রিদিং স্পেস হিসেবে কাজ করবে৷

অফিস এবং ব্যক্তিগত জীবন এক করবেন না: অফিস জীবন এবং ব্যক্তিগত জীবনকে এক করবেন না কখনোই৷ মনে রাখবেন, অফিসে আপনি কাজ করতে যান৷ সেখানে আপনার সবকিছুই অফিস এবং কাজকে কেন্দ্র করেই ঘটতে থাকে৷ কিন্তু ব্যক্তিগত জীবনে আপনার যা কিছু, সেটা একান্তই আপনার৷ এখানে আপনি যা করেন, সেটা মাস শেষে বেতন পাওয়ার জন্য নয়, ভালোবেসে করেন৷ কাজেই অফিসের কাজকর্মকে যত দূর সম্ভব অফিসে রেখে বাড়ি ফিরুন৷ এতে আপনার মানসিক শান্তি অটুট থাকবে৷

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন থাকুন: সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া এখন জীবনের অংশ হয়ে উঠেছে৷ কিন্তু খেয়াল করেছেন কি এই সোশ্যাল মিডিয়া আপনার কর্ম ঘণ্টার একটা বড় অংশ নষ্ট করে? আর এখান থেকে যে তথ্যগুলো আপনি পান, তার কতটুকুই বা আপনার কাজে লাগে? তাই এটি ব্যবহারে সচেতন থাকুন৷

সবচেয়ে ভালো হয় অফিসে কাজ করার সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার না করা৷ এখানে প্রচুর তথ্য পাবেন যেগুলো আপনাকে মানসিকভাবে ভালো থাকতে দেবে না৷ আর মানসিকভাবে আপনি ফিট না থাকলে মন দিয়ে কাজও করতে পারবেন না৷ অফিসে শুধু যোগাযোগ বা গুরুত্বপূর্ণ কাজ করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন৷

ছুটি ফেলে রাখবেন না: অফিসের প্রয়োজনে আপনাকে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় কাজ করতে হতে পারে৷ এটি যেমন সত্য, তেমনি নিজের নির্ধারিত ছুটিগুলো সর্বোচ্চ ব্যবহার করতে চেষ্টা করুন৷ বোনাস কিংবা ওভারটাইমের ফাঁদে নিজের ছুটি নষ্ট করবেন না৷ নিজের পাওনা ছুটি কীভাবে ব্যবহার করবেন, তা নিয়ে নতুন করে ভাবুন৷ নতুন কোনও জায়গায় ঘুরতে যেতে পারেন৷

নিজের প্রয়োজনীয় কাজগুলো ঠিকভাবে শেষ করতে পারেন৷ পরিবারকে সময় দিতে পারেন৷ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন কিংবা কিছু না করে স্রেফ ঘুমিয়েও কাটাতে পারেন৷ যাই করুন না কেন নিজের ছুটিগুলোকে অর্থবহ করে তোলার চেষ্টা করুন৷ দেখবেন ছুটি শেষে আপনি তরতাজা, কর্মচঞ্চল হয়ে উঠেছেন আগের চেয়েও বেশি৷

Comments

comments

Posted ১০:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com