বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ছোটবেলা থেকেই আমি হয়ে উঠি মাদকাসক্ত : কঙ্গনা

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০

ছোটবেলা থেকেই আমি হয়ে উঠি মাদকাসক্ত : কঙ্গনা

মাদক-কাণ্ডে উত্তাল ভারতের মুম্বাই নগরী। অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিকের জবানবন্দিতে উঠে আসা ২৫ জনের নাম নিয়ে এবার কাজ শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো। এমন ডামাডোলের মধ্যে হঠাৎ ভাইরাল অভিনেত্রী কঙ্গনা রানাউতের একটি পুরোনো ভিডিও। ওই ভিডিওতে কঙ্গনাকে প্রকাশ্যেই বলতে শোনা যাচ্ছে, কেরিয়ারের শুরুতে মাদক সেবনের কথা, মাদকাসক্ত হওয়ার কথা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার’র প্রতিবেদনে বলা হয়, কঙ্গনার ইনস্টাগ্রামে এ বছরের মার্চে পোস্ট করা হয়েছিল ওই ভিডিওটি।  ভিডিওতে দেখা যায়, মানালির বাড়িতে বসে কঙ্গনা বলছেন, ‘ছোটবেলাতেই বাড়ি থেকে পালিয়ে চলে এসেছিলাম। এর কয়েক বছরের মধ্যেই আমি ফিল্মস্টার হই। একই সঙ্গে হয়ে উঠি মাদকাসক্তও।’ তখন সদ্য কেরিয়ার শুরু, মিলছে খ্যাতি। কিন্তু ব্যক্তিগত জীবনে ঝড়, জানান কঙ্গনা। তার কথায়, ‘জীবনকে কেন্দ্র করে অনেক কিছু হচ্ছিল। অদ্ভূত সব মানুষ জীবনের সঙ্গে জুড়ে গিয়েছিল হঠাৎ। আমার তখন ১৮ বছরও হয়নি। টিনএজার ছিলাম।’

ভিডিওটি ভাইরালের পর অনেকেই প্রশ্ন তুলেছেন, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় মাদকের সম্পৃক্ততা নিয়ে কঙ্গনা প্রথম থেকেই সরব। কঙ্গনা প্রকাশ্যে বলেছিলেন, বলিসেলেবদের প্রায় ৯৯ শতাংশই মাদক নেন, সেই কঙ্গনা নিজেও ব্যতিক্রমী নন? এরই মধ্যে আবার ২০১৬ সালে কঙ্গনার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমনের দেওয়া সাক্ষাৎকার আগুনে ঘি ঢেলেছে। প্রায় চার বছর আগে অধ্যয়ন এক সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, কঙ্গনা নাকি তার জন্মদিনের পার্টিতে অধ্যয়নকে কোকেন নেওয়ার জন্য জোর করেছিলেন। অধ্যয়ন তা অস্বীকার করায় কঙ্গনার সঙ্গে তার ভীষণ ঝামেলা হয়।

অধ্যয়ন বলেন, ‘২০০৮ সালে কঙ্গনা তার জন্মদিনে “দ্য লীলা”তে কাছের মানুষদের আমন্ত্রণ জানাই। আমায় হঠাৎ করেই ও (কঙ্গনা) বলে, “চল আজ সারা রাত কোকেন নিই“। এর আগে আমি কঙ্গনার সঙ্গে গাঁজা খেয়েছি। আমার ভালো লাগেনি। আমি না বলি। এর পরেই কঙ্গনা রেগে যায়। আমাদের মধ্যে বিশ্রী ঝামেলা শুরু হয়।’

যদিও কয়েক দিন আগে কঙ্গনা তার ইনস্টাগ্রামে মুম্বাই পুলিশকে ট্যাগ করে লেখেন, ‘দয়া করে আমার ড্রাগ টেস্ট করুন। আমার কল রেকর্ডও চেক করতে পারেন। যদি কোনো মাদক পাচারকারীর সঙ্গে আমার যোগাযোগ প্রমাণ করতে পারেন, অথবা খুঁজে পান তবে আমি আমার ভুল স্বীকার করব এবং সারা জীবনের জন্য মুম্বাই ছেড়ে দেব।’

মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়, মাদকের সম্পৃক্ততা নিয়ে তদন্ত শুরু হতে চলেছে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ শুক্রবার বিধানসভায় বলেন, ‘কঙ্গনার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘২০১৬ সালে একটি পার্টিতে অভিনেত্রী নিজে কোকেন নিয়েছেন, তাকেও নেশা করার জন্য পীড়াপীড়ি করেছেন। এর তদন্ত হবে।’’ এর পরেই মহারাষ্ট্র সরকার চিঠি দিয়ে বিষয়টি তদন্তের নির্দেশ দেয় মুম্বাই পুলিশকে।

Comments

comments

Posted ৯:০১ অপরাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এবার নিশ্চিত
এবার নিশ্চিত

(1418 বার পঠিত)

রিচি আসছেন কাল
রিচি আসছেন কাল

(1248 বার পঠিত)

আবারো…
আবারো…

(1242 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com