দেশবিদেশ প্রতিবেদক | শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২
চট্টগ্রামে মাদ্রাসা যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়ে গেছে দিদারুল ইসলাম (১৫) নামে এক ছাত্র। সে চট্টগ্রামের পতেঙ্গার পশ্চিম মুসলিমাবাদ জামে মসজিদ এলাকার ফুলসোনা খাতুন তালিমুল কোরআন হিফজ মাদ্রাসার ছাত্র।
নিখোঁজ ছাত্র দিদারুল ইসলামের বাবা বদিউল আলম কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়ামুরা এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে বর্তমানে পতেঙ্গার মুসলিমাবাদ জেলেপাড়ায় থাকেন।
বদিউল আলম জানান, গত রোববার (১৩ ফেব্রুয়ারী) মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয় দিদার। কিন্তু পরে জানতে পারেন সে মাদ্রাসায় যায়নি৷ এরপর বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও সন্ধান মিলেনি।
এই ঘটনায় পতেঙ্গা মডেল থানায় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ ছেলেকে ফিরে পেতে তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২
dbncox.com | ajker deshbidesh