বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
৩২ বছর পর নির্বাচন

কাজী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি- আবুল হোছাইন, সম্পাদক- নুরুল আমিন

রেজাউল করিম রেজা, পেকুয়া   |   শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২

কাজী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি- আবুল হোছাইন, সম্পাদক- নুরুল আমিন

দীর্ঘ ৩২ বছর পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউপির কাজী মার্কেট ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারী) সকাল ৮টায় কাজী মার্কেট হলরুমে ভোট গ্রহন শুরু হয়। ভোট গ্রহন শেষ হয়েছে সকাল ১১টায়। প্রতি দুই বছর অন্তর অন্তর ব্যবসায়ীদের এ সংগঠন পরিচালনা হতো সিলেকশনের মাধ্যমে। এ বার সর্ব প্রথম গনতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে পরিচালনা পরিষদের নেতা নির্বাচিত হয়েছেন। সভাপতি-সম্পাদক দুইটি পদের জন্য ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। দুইটি পদে ২জন করে ভোট যুদ্ধে অংশ নিয়েছেন। আবুল হোছাইন (প্রজাপতি) প্রতীক নিয়ে ৬২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী আজু মিয়া (আনারস) প্রতীক পেয়েছেন ৪৮ ভোট।

সাধারন সম্পাদক পদে নুরুল আমিন (গোলাপ ফুল) প্রতীক নিয়ে ৬২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী রুবেল কাদের (আম) প্রতীক পেয়েছেন ৫০ ভোট। ১১৯ জন ভোটারের মধ্যে এদিন ১১২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে উপস্থিত ছিলেন মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরী, প্যানেল চেয়ারম্যান বদিউল আলম, বিশিষ্ট সমাজসেবক রিয়াজুল করিম চৌধুরী। প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মাষ্টার ইসমাইল বিএসসি। সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন আসহাব উদ্দিন ও জাফর আহমদ।
জানাগেছে, ১৯৯০ সালে কাজী মার্কেট ব্যবসায়ী সমিতি গঠিত হয়।

রাজা মিয়া,ডা.আবদুর রহমান,ডা.কাদের নেওয়াজ, জাফর আহমদ, আসহাব উদ্দিন, সাংবাদিক এইচ এম সোহেলসহ আরো অনেক ভোটাররা বলেন,উৎসবমুখর পরিবেশে সম্পুর্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে। ৩২ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে এবার নেতা নির্বাচিত হয়েছে।

Comments

comments

Posted ৬:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com