শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশে ভূমিকা রাখবে ঢাকাপোস্ট-মেয়র মুজিব

বার্তা পরিবেশক   |   বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২

কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশে ভূমিকা রাখবে ঢাকাপোস্ট-মেয়র মুজিব

কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেছেন, পর্যটন শিল্প, সরকারের চলমান উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনার তথ্যবহুল সংবাদ তুলে ধরে ইতিমধ্যে জেলাবাসীর নজর কেড়েছে ঢাকাপোস্ট। পথচলার শুরুর এক বছরে দেশের অনলাইন মাধ্যমটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে অনেকদূর এগিয়ে গেছে। আশা করছি, তাদের অগ্রযাত্রা আরও প্রসারিত হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে ঢাকাপোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন ও ট্যুর অপারেটর এসোসিয়েশনের সভাপতি আনোয়ার কামাল বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

ঢাকাপোস্টের জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম ফরহাদের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কেক কাটেন প্রধান অতিথি। এসময় চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি নুপা আলম, একুশে টিভির জেলা প্রতিনিধি আবদুল আজিজ, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি নেছার আহমদ, যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় কক্সবাজারের স্বেচ্ছায় রক্তদানকারী মানবিক সংগঠন সন্ধানী, কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিটের সভাপতির হাতে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মেয়র মুজিবুর রহমান।

আ/দে/ তারেক

Comments

comments

Posted ১১:২৮ অপরাহ্ণ | বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(605 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com