দেশবিদেশ অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯
কর্মরত নারীদের ৯ মাস মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দিয়েছে ব্রিটিশ আমেরিকান তামাকজাত পণ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান বিএটি।
সম্প্রতি রাজধানীর মহাখালী ডিওএইচএস’এ চাইল্ড ডে কেয়া ‘এঞ্জেলস নেস্ট’ সেন্টারের পুনঃসংস্কার উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম।
নারী কর্মীদের মধ্যে যারা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এবং যারা ধারাবাহিকভাবে পালা (শিফট) করে কাজ করে তারা এই সুযোগ নিতে পারেন।
তাছাড়া যারা শিশু দত্তক নেন, তাদের জন্যও এই নীতিমালা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য কোম্পানির জন্যও এই নীতিমালা একটি উদহারণ হয়ে থাকবে।
এ সময় বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম বলেন, বিএটি বাংলাদেশ এর উদাহরণ সৃষ্টিকারী এই নীতিমালা নিয়ে আমি খুবই আনন্দিত। মানবসম্পদ ব্যবস্থাপনা ও এর ক্রম উন্নয়ন বিএটি বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য।
দেশবিদেশ/ নেছার
Posted ১০:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯
dbncox.com | ajker deshbidesh