শনিবার ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

৮৪ লাখ ইয়েমেনির জন্য জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন: জাতিসংঘ

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮

৮৪ লাখ ইয়েমেনির জন্য জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন: জাতিসংঘ

জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান ও জরুরি ত্রাণ সমন্বয়ক মার্ক লোকক বলেছেন, আরব বিশ্বের সবচেয়ে গরীব রাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেয়ার ফলে দেশটির ৮৪ লাখ মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তার প্রয়োজন।

সংস্থাটির আন্ডার সেক্রেটারি মার্ক লোকক বলেন, ইয়েমেনের ৭৫ ভাগ মানুষের জন্য কোনো না কোনো সহায়তার প্রয়োজন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড বা এপিতে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতি মন্তব্য করে তিনি বলেন, ৩০ লাখ ইয়েমেনি অপুষ্টিতে ভুগছে। এদের মধ্যে ১১ লাখ গর্ভবতী মহিলা এবং ৪ লাখের বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৩৫ লাখ থেকে ৪০ লাখের বেশি মানুষ আগামী কয়েক মাসে মারাত্মক খাদ্য সংকটের মুখে পড়বে।

ইয়েমেনি জনগণের জন্য মানবিক ত্রাণ সহায়তার পথ সহজীকরণ এবং উন্মুক্ত করার পাশাপাশি দেশটি যাতে প্রয়োজনীয় বাণিজ্যিক পণ্য আমাদানী করতে পারে সেদিকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান লোকক।

জাতিসংঘের এ কর্মকর্তা বলেন, আমরা ইয়েমেনে একটি সংকটজনক অবস্থার মুখোমুখি হতে যাচ্ছি। দেশটিতে দুর্ভিক্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ফলে এখন বিপুল সংখ্যক মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে এবং তাদেরকে রক্ষা করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। আমরা এখনই দেশটিতে দুর্ভিক্ষের নানা আলামত দেখতি পাচ্ছি এবং মানুষ এরইমধ্যে গাছের লতা-পাতা খাওয়া শুরু করে দিয়েছে।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত আগ্রাসনের ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫০ ভাগ কমে গেছে বলেও জানান লোকক।

দেশবিদেশ /23 অক্টোবর ২০১৮/নেছার

Comments

comments

Posted ৯:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com