মঙ্গলবার ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

৭২ বছরের ছেলেকে গুলি করে হত্যা করল ৯২ বছরের মা

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৪ জুলাই ২০১৮

৭২ বছরের ছেলেকে গুলি করে হত্যা করল ৯২ বছরের মা

বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইলে নিজের ৭২ বছরের ছেলেকে গুলি করে হত্যা করল ৯২ বছরের এক মা। যুক্তরাজ্যের পুলিশ এ খবর জানিয়েছে।

নিজের ছেলেকে হত্যার দায়ে আদালতে হাজির করা হয় অভিযুক্ত বৃদ্ধা আন্না ব্লেসিংকে। কমলা রঙের জাম্পস্যুট পরে, হুইল চেয়ারে করে হাজির হন ওই বৃদ্ধা। আদালতে অভিযোগ করে তিনি বলেন, তার ছেলে তাকে বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছিলেন, তাই গুলি করে হত্যা করেন।

তবে নিহতের বান্ধবীর দাবি, অনেক বয়স হওয়ায় তিনি ঠিকমত হাঁটতে, খেতে পারতেন না। তাই আমরা পরিকল্পনা করছিলাম ওনাকে অন্যত্র পাঠাতে। যেখানে থাকার জন্য অনেক সুযোগ সুবিধা আছে।

বৃদ্ধা আরও অভিযোগ করে বলেন, আমার ছেলে আমার জীবন শেষ করে দিয়েছে, তাই আমিও তার জীবন শেষ করে দিলাম।

আদালতের বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন (সোমবার) ওই বৃদ্ধা ২টি পিস্তল নিয়ে তার ৭২ বছর বয়সি ছেলের ঘরে প্রবেশ করেন। পরপর গুলি ছুড়ে হত্যা করেন নিজের ছেলেকে। গুলি করার পর পিস্তল তাক করেন ছেলের বান্ধবীকে। সৌভাগ্য বশত তিনি বেঁচে যান। তৎক্ষণাৎ ফোন করেন ৯১১। পুলিশ এসে উদ্ধার করে তাকে।

তদন্তকারী দল জানায়, অভিযুক্ত ওই বৃদ্ধার ২টি পিস্তল বৈধ। এখন ওই বৃদ্ধা জেলে আছেন। শিগগিরই তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হবে।

দেশবিদেশ /০৪ জুলাই ২০১৮/নেছার

Comments

comments

Posted ৯:০৯ অপরাহ্ণ | বুধবার, ০৪ জুলাই ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com