বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder
টেকনাফে পাচারকারীদের ডেরায় বিজিবির অভিযান

৬ বন্দি মুক্ত, অস্ত্র উদ্ধার ও পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ    |   মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   24 বার পঠিত   |   পড়ুন মিনিটে

৬ বন্দি মুক্ত, অস্ত্র উদ্ধার ও পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ গহীন পাহাড়ে মানবপাচারকারীদের ডেরায় অভিযান চালিয়ে ৬ বন্দিকে মুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার ভোররাতে বাহারছড়া ইউনিয়নের করাচি পাড়া গহীন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদসহ মো. রুবেল (২১) নামে পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি বাহারছড়া করাচি পাড়ার মোহাম্মদ হোছনের ছেলে। এ ঘটনায় আরো ছয়জনকে পলাতক আসামী করা হয়।

বিজিবি সূত্র জানায়, বাহারছড়া ইউনিয়নের করাচি পাড়া গহীন পাহাড়ে একটি মানবপাচারকারী চক্র মালয়েশিয়া ও থাইল্যাণ্ড যাওয়ার প্রলোভন দেখিয়ে কিছু লোককে জিম্মি করে রাখার গোপন তথ্য জানার পর গহীন পাহাড়টিতে চিরুনি অভিযান পরিচালনার পরিকল্পনা নেয়া হয়। বিজিবি আভিযানিক দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পাহাড়টি ঘিরে চিরুনি অভিযান শুরু করে। অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। বিজিবি আভিযানিক দল প্রায় ৬ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে পাচারকারী চক্রের হাতে জিম্মি ৬ জন ভুক্তভোগী উদ্ধার ও পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করতে সক্ষম হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, মঙ্গলবার ভোররাতের ওই অভিযানে মানবপাচারকারীদের ডেরা থেকে একটি এক নলা বন্দুক, তিনটি ওয়ান শুটার গান ও পাঁচ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করে। উদ্ধার ভুক্তভোগীদের আইনী প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনী কার্যক্রম সম্পন্নের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, মানবতা এবং দেশের নিরাপত্তার স্বার্থে কোনো পাচারকারীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এই অভিযান কেবল আমাদের প্রতিশ্রুতিরই প্রমাণ নয়, বরং এই অঞ্চলে অবৈধ কার্যকলাপ ব্যাহত করার সক্ষমতাও তুলে ধরে। আমরা নিয়মিত এই ধরনের অভিযান চালাব যাতে সীমান্তে সকল অপরাধমূলক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নির্মূল করা যায়।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com