বৃহস্পতিবার ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

৩৯৫ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

তারেকুর রহমান   |   শুক্রবার, ২৭ মে ২০২২

৩৯৫ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার রিজিওন গত এক বছরে ৩৯৫ কোটি টাকার মাদক ধ্বংস করেছে।

শুক্রবার (২৭ মে) কক্সবাজারের রামু বিজিবি রিজিয়ন মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গত এক বছরে মালিকবিহীন আটক ৯০ লাখ ৮০ হাজার ৪৭৭ পিস ইয়াবা, ২৩ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৬ হাজার ৭৬৭ ক্যান বিয়ার, ১ হাজার ৩৩৯ বোতল মদ, ১৫৪ বোতল ফেনসিডিল, ২০৬ লিটার বাংলা মদ, ১৭ কেজি গাঁজা, ৪৮ হাজার ১৯ পিস বিভিন্ন ধরনের ট্যাবলেট, ১০ হাজার ৯৮৪ প্যাকেট সিগারেট এবং ৭ বোতল অ্যামোনিয়াম সালফার ধ্বংস করা হয়েছে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৯৫ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৫৭৫ টাকা।

এছাড়া বিভিন্ন সময়ে ১ হাজার ৯৭৯ জন আটকসহ ১ কোটি ২৪ লাখ ৪৩০ পিস ইয়াবা, ২৭ কেজি ৪৪৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১ হাজার ৩০৫ ক্যান বিভিন্ন ধরনের বিয়ার, ৯৮ বোতল বিভিন্ন ধরনের মদ, ১৩৭ বোতল ফেনসিডিল, ৫৮৬ দশমিক ৮০০ লিটার বাংলা মদ, ২২ কেজি ৯৯৫ গ্রাম গাঁজা এবং ৩ কেজি ১৫০ গ্রাম আফিম উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১০ কোটি ৯০ লাখ ১৩ হাজার ৫৭২ টাকা।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, ‘সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’

Comments

comments

Posted ৭:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মে ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com