নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮
কক্সবাজার সদরের লিংকরোড ও উখিয়ার চোয়ানখালী মেরিনড্রাইভ সড়কে পৃথক অভিযান চালিয়ে ৩৮ হাজার ৫৭০ ইয়াবা সহ ৬জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ও বুধবার রাতে পৃথক এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সদরের লিংকরোড থেকে ১৮ হাজার ৭৭০টি ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ী মো: তৌহিদ (২২), মো: সাদ্দাম (২০), মো: ফরিদুল ইসলাম (২৫) কে আটক করা হয়। অপর অভিযানে উখিয়ার চোয়ানখালী মেরিনড্রাইভ সড়ক থেকে ৯ হাজার ৮শত ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ী মিরাজ উদ্দিন (৩০) ও মোক্তার হোসেন (৩৬) কে আটক করা হয়। এর পুর্বে বুধবার দিবাগত রাতে উখিয়ার কোর্ট বাজার থেকে ১০ হাজার ইয়াবা সহ আজম মোল্লা (৪২) কে আটক করা হয়। ইয়াবা সহ আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর ও উখিয়া থানায় সোপর্দ করা হবে।
Posted ৬:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh