দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
রাশিয়া বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে বাঁচা-মরার ম্যাচে সেনেগালের বিপক্ষে মাঠে নেমেছে কলম্বিয়া। প্রথমার্ধ শেষে ইয়েরি মিনার ৭৪ মিনিটের গোলে সেনেগালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে কলম্বিয়া। কুইনতেরোর কর্নার থেকে নিচু হেডে গোল করেন মিনা।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় এ ম্যাচ। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে জিততেই হবে কলম্বিয়াকে। অন্যদিকে শেষ ম্যাচে ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে আফ্রিকান দেশ সেনেগাল।
সেনেগাল একাদশ : খাদিম এনদিয়াই (১৬) (গোলরক্ষক), গাসামা (২১) কালিদু কোলিবালি (৩), সালিফ সানে (৬), ইউসুফ সাবালি (১২), গানা (৫), আলফ্রেড এনদিয়ে (১৩), এমবায়ে নিয়াং (১৯), ইসমাইলা সার (১৮), কাইয়ুতে, সাদিও মানে (১০), কাইতা বালদে
কলম্বিয়া একাদশ : ডেভিড ওসপিনা (গোলরক্ষক), ইয়ারি মিনা, স্যান্তিয়াগো আরিয়াস, ইয়োহান মজিকা, কার্লস সানচেজ, ডেভিড সানচেজ, হুয়ান গুইলের্মো কুয়াদ্রাদো, উরিবে, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো, হামেশ রড্রিগেজ এবং রাদামেল ফ্যালকাও। দেশবিদেশ/ ২৮ জুন ২০১৮/ নেছার
Posted ৯:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
dbncox.com | ajker deshbidesh