শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

১৫ দিন ক্ষমতায় থাকবেন ইমরান খান

দেশবিদেশ ডেস্ক   |   সোমবার, ০৪ এপ্রিল ২০২২

১৫ দিন ক্ষমতায় থাকবেন ইমরান খান

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন, আগামী ১৫ দিন ইমরান খান ক্ষমতায় থাকতে পারবেন।  রোববার (৩ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন।

পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে রোববার তা খারিজ করে দেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।  এর পরপরই ইমরানের পরামর্শ মেনে পার্লামেন্ট ভেঙে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলভি। এখন দেশটিতে আগামী ৯০ দিনের মধ্যে আগাম নির্বাচন হওয়ার কথা রয়েছে।

শেখ রশিদ আহমেদ বলেন, ‌‌‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আমি মনে করি তিনি আর ১৫ দিন এ পদে দায়িত্ব পালন করবেন।’

নির্বাচন স্বাভাবিক নিয়মে অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি আরো বলেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে না। আশা করি বিরোধী দল সরকারের এই সিদ্ধান্তে খুশি হবে।

Comments

comments

Posted ১:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৪ এপ্রিল ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com