বার্তা পরিবেশক | মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর ২০১৮
শপথ এবং আনুষ্ঠানিক দায়িত্ব নেয়ার মাত্র ১৮ দিনের মাথায় প্রায় সাড়ে ১৪ কোটি টাকার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেছেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান। সোমবার বিকেলে সমুদ্র সৈকত তীরবর্তী সী-ইন পয়েন্ট ও কুটুমবাড়ি সংলগ্ন স্থানে আলাদাভাবে তিনি এসব প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু করেন। এসব প্রকল্প বাস্তবায়নে সর্বমোট ব্যায় ধরা হয়েছে ১৪ কোটি ৫৭ লাখ ৭৩৬ টাকা। সেই সাথে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হলে অনেকটা বদলে যাবে দীর্ঘদিন খানাখন্দক এবং ড্রেইন ভরাটে জলাবদ্ধতায় ভরপুর বেহাল পর্যটন নগরীর দৃশ্য।
কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুরুল আলম জানান, ইউজিপি-৩ প্রকল্পের আওতায় হোটেল মোটেল জোন কলাতলীর ১৪টি রাস্তা ও ড্রেইন পুণ:নির্মাণ বাবদ ১১ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ৫৫৪ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। এছাড়া হোটেল কল্লোল মোড় থেকে সংস্কৃতিক কেন্দ্র পর্যন্ত ড্রেইনসহ রাস্তা সংস্কারের জন্য বরাদ্ধ রয়েছে ২ কোটি ৬১ লাখ ৬৩ হাজার ১৮২ টাকা। ভিত্তি প্রস্থর উদ্বোধনকালে কাউন্সিলর মাহবুবুর রহমান চৌধুরী, রাজ বিহারী দাশ, কাজী মোরশেদ আহাম্মদ বাবু, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, নুরুল হক, সালাউদ্দিন সেতু, আকতার কামাল আজাদ, মিজানুর রহমান, সাহাব উদ্দিন সিকদার, শাহেনা আকতার পাখি, ইয়াছমিন আকতার, নাছিমা আকতার বকুল, জাহেদা আকতার, দিদারুল ইসলাম রুবেল, পৌরসভার সচিব রাসেল চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল, উপ-সহকারী প্রকৌশলী টিটন দাশ ও মনতোষ চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বাংলাদেশ থাইকোয়ান্ডু ফেডারেশন আয়োজিত ২য় বীচ থাইকোয়ান্ডু চ্যাম্পিয়নশীপ এর সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র মুজিবুর রহমান।
দেশবিদেশ /০৪ সেপ্টেম্বর ২০১৮/.নেছার
Posted ১:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh