| সোমবার, ২৭ আগস্ট ২০১৮
মহেশখালী উপজেলাধীন বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা ছাত্র পরিষদ’র সামাজিক উদ্যোগ “হিম্মত” এর আয়োজনে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২৪ আগস্ট ২০১৮ বিকাল ৩ টায় আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এখলাছুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোশতাক আহমদ, মুহাম্মদ রবিউল হোছাইন, মুহাম্মদ আজগর হোছাইন, আব্দুল মালেক, আব্দুল্লাহ আল রোমান, ফরহাদুল ইসলাম, নাজিম উদ্দিন হেলালী ও ছৈয়দ আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কেরআন তেলাওয়াত করেন নাজমুল হোছাইন।
স্বাগত বক্তব্য রাখেন হিম্মত’র আহবায়ক নোমানুল ইসলাম জিসান। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম আহবায়ক নিজাম উদ্দীন হেলালী। খবর বিজ্ঞপ্তির।
Posted ১:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ আগস্ট ২০১৮
dbncox.com | ajker deshbidesh