শুক্রবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

হাসি মুখ ফাউন্ডেশন’র ৫ম বর্ষপূর্তি উদযাপন ও মিলনমেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :   |   শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

হাসি মুখ ফাউন্ডেশন’র ৫ম বর্ষপূর্তি উদযাপন ও মিলনমেলা সম্পন্ন

কক্সবাজারের উখিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশন এর ৫ম বর্ষপূর্তি উদযাপন ও দিনব্যাপী স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর ২০২৩ইং) ইনানী রয়েল রিসোর্টে হল রুমে অনুষ্ঠিত উক্ত জমকালো সেচ্ছাসেবী মিলনমেলায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহেদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. ছৈয়দ আলম।

সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুব কাউসারের সঞ্চালনায়ে অনুষ্ঠিত ৫ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ জালিয়া পালং ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ সিকদার, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন মেম্বার, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম আজাদ, বাংলাদেশ যুবলীগ জালিয়া পালং ইউনিয়ন শাখার আহ্বায়ক এড. সাকু আলম, উখিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।

সংগঠনের উপদেষ্টাবৃন্দের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ সানা উল্লাহ, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আমানত উল্লাহ সাকিব, ইনকাম ট্যাক্স এন্ড কোং ল’ এডভাইজার খাইরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন, কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জুয়েল মামুন, সোনার পাড়া ক্লিনিক এর সিএইসসিপি আব্দুল হামিদ, এড. নুরু রশিদ, রাজাপালং মাদ্রাসার সহকারী শিক্ষক জুনাইদ মোস্তফা, সমাজসেবক জিয়াউল হক জিয়া, এড. মাসুম রেজা ও ইঞ্জিনিয়ার ছুরত আলম প্রমূখ।

অনুষ্ঠানে সংগঠনে প্রতিষ্ঠাতা মাহাবুব কাউসার ও সভাপতি মোহাম্মদ জাহেদ এর বক্ত্যবের মাধ্যমে সংগঠনের বিগত সময়ের বাস্তবায়িত কর্মকাণ্ড ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। পাশাপাশি সংগঠনের সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও সামাজিক কাজে সক্রিয় ভূমিকা রাখার নিমিত্তে উপস্থিত অতিথি বৃন্দের কাছে বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম সমূহের প্রয়োজনীতা তুলে ধরেন।

বক্তব্যে অতিথিবৃন্দরা সংগঠনের প্রয়োজনীয় সরঞ্জাম সমূহ উপহার দেয়ার ঘোষণা দেন এবং সবসময় উক্ত সংগঠনের পাশে থাকার অঙ্গীকার করেন।

পরে সেচ্ছাসেবী মিলনমেলায় সংগঠনের উপদেষ্টা ও সংগঠনের সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবং র‍্যাফেল ড্র, কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Comments

comments

Posted ৯:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(590 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com