প্রেস বিজ্ঞপ্তি | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 15 বার পঠিত | পড়ুন মিনিটে
জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার ৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে টেকনাফ উপজেলায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। উন্নয়ন , শান্তি ও মর্যাদার ভিত্তিতে জীবনযাপন নিশ্চিত করাই হবে আমাদের প্রধান কাজ। মানবিক ও সাম্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রচেষ্টা আরো জোরদার হবে। আমরা সমাজ থেকে সকল ধরনের বৈষম্য দূর করে সামাজিক সুবিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সচেষ্ট। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করে সম্ভাবনাময় টেকনাফের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। ১৭ অক্টোবর টেকনাফ পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
টেকনাফ পৌরসভা সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহ, সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, জাহেদ আলম প্রমুখ।
বক্তারা আরো বলেন, টেকনাফের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য সৎ, নিষ্ঠাবান ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তারা উপস্থিত কর্মী ও জনসাধারণের প্রতি আহ্বান জানান, তারা যেন এমন একজন প্রার্থীকে নির্বাচিত করেন, যিনি টেকনাফের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর