বৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বিমান ছিনতাইকারী

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বিমান ছিনতাইকারী

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কথিত বিমান ছিনতাইচেষ্টাকারী মাহাদী তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলতে চান। তার সব কথাই মেনে নেয়া হয়েছিল। কিন্তু তিনি হঠাৎ করেই কমান্ডো বাহিনীর ওপর আক্রমণ করে। পাল্টা আক্রমণে তিনি আহত হন। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।

রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর চট্টগ্রাম জোনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান। লে. কর্ণেল ইমরুলের নেতৃত্বে মাত্র ৮ মিনিটেই এ অভিযান শেষ করা হয়।

এসময় তিনি বলেন, ‘অস্ত্রধারী ছিনতাইকারী ২৫ বছর বয়সী যুবকের নাম মাহাদী। তার হাতে একটি পিস্তল ছিল। তিনি একজন বাংলাদেশি। মাহাদী প্রধানমন্ত্রী ও তার স্ত্রী এবং পরিবারের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এছাড়া আর কী কারণে তিনি ছিনতাই করতে চেয়েছিলেন তা জানা যায়নি। তার আগেই তিনি আহত অবস্থায় আটক হন এবং পরে নিহত হয়েছেন।

এর আগে সন্ধ্যায় বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার জন্য উড্ডয়নের পরপরই সেটি জরুরি অবতরণ করা হয়। ঘটনার পর বিমান থেকে ১৪২ জন যাত্রী ও ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়।

Comments

comments

Posted ৯:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com