দেশবিদেশ অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি ফোন করায় কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচ দেখতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ন্যাম সম্মেলন নিয়ে মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে ভারতের ইডেন গার্ডেনে খেলা দেখতে যাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সৌরভ ফোন করেছিল, তাই তার আমন্ত্রণে আমি রাজি হয়েছি। আর বাঙালি ছেলে ভারতী ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছে, এটাও একটা কারণ।
আগামী ২২ নভেম্বর ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচকে ঘিরে দুই বাংলার আবেগও জড়িয়ে থাকবে। আর সেই উৎসবের আমেজকে আরও রাঙিয়ে তুলতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সে লক্ষ্যে পুরোদমে প্রস্তুতিও গ্রহণ করেছে বিসিসিআই।
দেশবিদেশ/নেছার
Posted ৭:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
dbncox.com | ajker deshbidesh