ডিবিএন রিপোর্ট | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
সেন্টমার্টিনে হ্যাচারিতে জন্ম নেওয়া ১০৬টি কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে।
গেল ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ৩টি ধাপে ৩৩২টি অলিভ প্রজাতির কচ্ছপের বাচ্চা সংগ্রহ করে সেখান থেকে ২টি ধাপে ১০৬টি কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়।
সেন্টমার্টিন ইউএনডিপির কো-অর্ডিনেটর মো. কামাল উদ্দিন এসব তথ্য জানান।
তিনি বলেন, গত গত ২৬ মার্চ ভোরে অলিভ প্রজাতির ৪৪টি কচ্ছপের বাচ্চা সংগ্রহ করা হয়। একইদিন দুপুরে ৪০ টি বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়। পরেরদিন ২৭ মার্চ সকালে অলিভ প্রজাতির ৬৬ টি কচ্ছপের বাচ্চা সংগ্রহ করা হয়। ২৮মার্চ দুপুরে ৬৬টি বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়। রাত ১১টার দিকে আবারও অলিভ প্রজাতির ২২২ টি কচ্ছপের বাচ্চা সংগ্রহ করা হয়। কচ্ছপের ডিম হ্যাচারিতে সংরক্ষণ করে পুনরায় হ্যাচারি সংলগ্ন পশ্চিম সৈকতে বাচ্চাগুলো সাগরে ছেড়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তা জানান বলেন, উপকূলের সাগর এলাকায় ডিম পাড়তে আসে মা কাছিম। পরিবেশ রক্ষায় কচ্ছপের উপকারিতা বিষয়ে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টিতে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসছে পরিবেশ অধিদফতর। এখন মানুষের মাঝে সচেতনতা এসেছে।
Posted ১২:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
dbncox.com | Bijoy Kumar