তারেকুর রহমান | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চালু হতে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর এজেন্ট আউটলেট। দ্বীপবাসী ও পর্যটকরা এই সেবা নিতে পারবে।
সী প্রবাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল মালেকের অধীনে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট আউটলেট সেন্টমার্টিনে চালু করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংক টেকনাফ শাখার ইনচার্জ মো. আলতাফ হোসেন।
এক যুগ আগে ইসলামী ব্যাংকের অধীনে লোন বা ঋণ সেবা থাকলেও এই প্রথম ব্যাংকিং সেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন আব্দুল মালেক।
তিনি জানান, স্থানীয় ও পর্যটকদের সুবিধা ও ব্যাংকিং সেবা নিশ্চিতে সেন্টমার্টিনে একটি ইসলামী ব্যাংকের উপশাখা কিংবা এজেন্ট আউটলেট খুবই দরকার। ব্যাংক কর্তৃপক্ষ সেন্টমার্টিনে একটি এজেন্ট আউটলেট চালু করতে সী প্রবাল এন্টারপ্রাইজকে অনুমতি দেন। এখবরে দ্বীপবাসীর মধ্যে আনন্দ-উল্লাস বিরাজ করে।
তিনি বলেন, ‘ব্যাংকিং সেবা প্রদানে দ্বীপের হোটেল রিসোর্ট ব্যবসায়ী, ট্রলার-স্প্রীডবোট-ফিশিং বোটসহ সকল নৌযান ব্যবসায়ী, দোকানদারসহ সকলের সহযোগিতা কামনা করছি। এমন সিদ্ধান্তের জন্য আমরা দ্বীপবাসী ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ বলেন, ‘আমরা সেন্টমার্টিন দ্বীপবাসীর দীর্ঘ বছরের স্বপ্ন এ দ্বীপে ব্যাংকের কার্যক্রম আসবে। অবশেষে সেন্টমার্টিন দ্বীপে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট আউটলেট চালু হচ্ছে জেনে খুব ভালো লাগছে।’
সেন্টমার্টিন হোটেল রিসোর্ট মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান বলেন, ‘আমাদের দ্বীপে প্রায় দেড় শতাধিক আবাসিক হোটেল রিসোর্ট রয়েছে। পর্যটন মৌসুম আসলে রিসোর্ট মালিকদের সবচেয়ে বড় সমস্যা টাকা পয়সা ব্যাগে করে ঝুঁকি নিয়ে টেকনাফ গিয়ে ব্যাংকে জমা করতে হয়। সেন্টমার্টিনে ব্যাংক আউটলেট চালু হলে অন্তত ঝুঁকি থাকবে না।’
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, ‘সেন্টমার্টিনে অতন্ত্য প্রয়োজন একটি ব্যাংক বা ব্যাংকের এজেন্ট শাখা। আমাদের দ্বীপে ইসলামাী ব্যাংকের এজেন্ট আউটলেট চালু হচ্ছে এটা অনেক ভালো খবর। তবে পর্যাপ্ত টাকা পয়সা মজুত রাখতে হবে যেন সবাই লেনদেন করতে পারে।’
ইসলামী ব্যাংক টেকনাফ শাখার ইনচার্জ মো. আলতাফ হোসেন বলেন, এজেন্ট ব্যাংকিং আউটলেট ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ ইউনিট। এ ইউনিটগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থিক প্রয়োজন পূরণের মাধ্যমে ইসলামী ব্যাংক ১৬ কোটি মানুষের আস্থা ও নির্ভরতার জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেন্টমার্টিন বিছিন্ন একটি দ্বীপ। যেখানে ১০ হাজার মানুষের বসবাস, একই সঙ্গে পর্যটন মৌসুমে যাওয়া কয়েক লক্ষাধিক পর্যটকের সমাগম হয়। স্থানীয় ও পর্যকদের ব্যাংকিং সেবা চিন্তা করে সেন্টমার্টিনে আউটলেট দেয়ার সিদ্ধান্ত হয়। সেন্টমার্টিনের অসংখ্য গ্রাহক টেকনাফ ব্রাঞ্চে লেনদেন করতে আসেন। দ্বীপে আউটলেট চালু হলে সেখান থেকেও লেনদেন করতে পারবেন সাগর পাড়ি দিয়ে আর টেকনাফ আসতে হবে না।
Posted ৫:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
dbncox.com | Bijoy Kumar