দেশবিদেশ অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৩ জুলাই ২০১৮
শেষ ষোলোতে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে সুইডেন। মঙ্গলবার এই ম্যাচে সুইডেন জয় পায় ২-০ গোলে। এই হারের মাধ্যমে রাশিয়া বিশ্বকাপ থেকে এখন বাড়ির পথ ধরতে হচ্ছে সুইসদের।
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ৬৬ মিনিটে এমিল ফর্সবার্গের গোলে এগিয়ে যায় সুইডেন। পরবর্তীতে ইনজুরি টাইমে একটি পেনাল্টি পেয়ে ব্যবধান দ্বিগুণ বানাতে সক্ষম হয় তারা।
গ্রুপপর্বে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউট পর্ব ওঠে সুইজারল্যান্ড। আর দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোয় ওঠে সুইডেন।
এদিকে আরেক খেলায় রাত ১২ টায় মুখোমুখি হবে কলম্বিয়া ও ইংল্যান্ড।
দেশবিদেশ /০৩ জুলাই ২০১৮/নেছার
Posted ১০:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh