দেশবিদেশ অনলাইন ডেস্ক | সোমবার, ০৪ মার্চ ২০১৯
গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছেছে। আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেটর নামের একটি প্রাইভেট বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সরাসরি তাকে নেওয়া হবে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।
এর আগে বিকেল ৪টা ৮ মিনিটে ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। ওবায়দুল কাদেরের সঙ্গে গেছেন তার স্ত্রী এবং চিকিৎসা বোর্ডের সদস্যরা।
তার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে কাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে পৌঁছায় বিকেল পৌনে ৪টার দিকে। সেখান থেকে অল্প কিছুক্ষণ পরেই সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় এয়ার অ্যাম্বুলেন্সটি।
গতকাল রোববার সকালে বুকে ব্যথা অনুভূত হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে নেওয়া হয় বিএসএমএমইউ-তে। পরে তাৎক্ষণিকভাবে পরীক্ষায় তার হার্টে ৩টি ব্লক ধরা পড়ে। তখন তাকে ভেন্টিলেশনে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা) রাখা হয়।
Posted ৯:৪১ অপরাহ্ণ | সোমবার, ০৪ মার্চ ২০১৯
dbncox.com | ajker deshbidesh