বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder
বিএনপির প্রার্থী ঘোষণা: পুরাতন নেতারাই মাঠে

সালাহউদ্দিন আহমদ, শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল পেলেন মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   86 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সালাহউদ্দিন আহমদ, শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল পেলেন মনোনয়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে চলছে রাজনীতিতে নতুন উত্তাপ। জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রত্যাশিতভাবেই প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন দলের অভিজ্ঞ ও আলোচিত নেতারা।

সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।

এদিকে দলের সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, আর কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

তবে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি বলে জানানো হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় লুৎফুর রহমান কাজল বলেন, “আমি জনগণের রাজনীতি করি, দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। কক্সবাজারের মানুষ সব সময় বিএনপির পাশে ছিল, আছে, থাকবে। জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।”

শাহজাহান চৌধুরী বলেন, “এটি আমার জন্য দায়িত্ব ও চ্যালেঞ্জ। উখিয়া-টেকনাফের মানুষের আস্থা অর্জনই আমার মূল লক্ষ্য। জনগণই আমার শক্তি। তারা যদি আমার পাশে থাকে, তাহলে ইনশাআল্লাহ আবারও ন্যায়, অধিকার ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবো।”

প্রিয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার পর জেলাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সমর্থকেরা মিষ্টি বিতরণ, ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ মিছিলসহ উল্লাস প্রকাশ করেছেন।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com