প্রেস বিজ্ঞপ্তি | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 69 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজার ৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য শহিদুল আলম বাহাদুর বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে সমৃদ্ধ একটি জনপদ। আমাদের রয়েছে শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস। মাঝে মধ্যে কিছু কিছু রাজনৈতিক ও স্বার্থান্বেষী মহলের ইন্ধনে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে কালিমা লেপন করা হয়। যা কখনো গ্রহণযোগ্য নয়। আমরা বিশ্বাস করি এই দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধসহ সকল ধর্ম -বর্ণের বাংলাদেশ। আমরা ধর্মের ভিত্তিতে কাউকে হিসাব করি না। সকলেই বাংলাদেশী হিসেবে সম মর্যাদা ও অধিকারের ভিত্তিতে বিশ্বাসী।
তিনি আরো বলেন, বাংলাদেশ একটি সমৃদ্ধ জনপদ। আমাদের শাসনব্যবস্থায় দুর্নীতি ও অনিয়মের কারণে দেশ কে কাঙ্খিত মানে উন্নীত করা সম্ভব হয়নি। আমরা জনগণের সমর্থনে এবং আল্লাহ তা’আলার ইচ্ছায় দেশ পরিচালনার সুযোগ পেলে সকল ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে এই দেশ কে নতুন করে গড়ে তুলতে সচেষ্ট থাকবো। দুর্নীতি ও দুঃশাসন কে চিরতরে দেশ থেকে বিদায় করবো। সকলে মিলে একটি সুখী, সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ গড়ে তুলবো।
১২ অক্টোবর রামু উপজেলা কচ্ছপিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ, শ্রমিক সমাবেশ ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি বাহাদুর উপরোক্ত কথাগুলো বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন
রামু উপজেলা আমীর জনাব ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সেক্রেটারী জনাব মুহাম্মদ মহসিন, রামু উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোক্তার আহমদ, উপজেলা প্রচার সম্পাদক মুহাম্মদ তৈয়ব উল্লাহ, ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ নাসিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর