নিজস্ব প্রতিবেদক, টেকনাফ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 80 বার পঠিত | পড়ুন মিনিটে
“নির্বাচনী ইশতেহার–২০২৫” প্রণয়নের লক্ষ্যে স্থানীয় জনগণের অগ্রাধিকারমূলক চাহিদা নিরূপণ এবং গণমানুষের মতামত সংযুক্ত করার উদ্দেশ্যে সাবরাং ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন লেভেল ভ্যালিডেশন ওয়ার্কশপ।
একটিভিস্টা টেকনাফ এর আয়োজনে, বেসরকারি উন্নয়ন সংস্থা শেড (SHED) এর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় “এ-ফোর-টি” (A4T) প্রকল্প এর আওতায় আয়োজিত এ কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, নাগরিক কমিটি, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ ও স্থানীয় কমিউনিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
ওয়ার্কশপে সভাপতিত্ব করেন শেড এর এ-ফোর-টি প্রজেক্ট এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ এবং সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার তাসলিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব দেলোয়ার হোছাইন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা ও বাস্তব সমস্যা প্রতিফলিত করে এমন নির্বাচনী ইশতেহারই প্রকৃত গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিচ্ছবি।” তিনি প্রতিটি ওয়ার্ড পর্যায়ের সমস্যা ও উন্নয়ন অগ্রাধিকারের বিষয়গুলোকে আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারে অন্তর্ভুক্ত করার পরামর্শ প্রদান করেন এবং এ ধরনের গণভিত্তিক উদ্যোগকে স্থানীয় গণতান্ত্রিক চর্চার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।
ওয়ার্কশপে প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ, এবং একটিভিস্টা টেকনাফ এর প্রতিনিধি জসীম উদ্দিন এফজিডি (FGD) থেকে প্রাপ্ত সুপারিশ ও ফলাফল উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ — জনাব সেলিম মেম্বার, মোঃ ফয়েজ মেম্বার, সিদ্দিক আহমেদ মেম্বার, কবির মেম্বার, সংরক্ষিত নারী আসনের সদস্য শাহীনা আকতার, হাবিবা আকতার ও ইয়াছমিন আকতার। এছাড়া শিক্ষক প্রতিনিধি, ইমাম, সাংবাদিক, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় নাগরিক সমাজের সদস্যগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা তাঁদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন এবং স্থানীয় উন্নয়ন অগ্রাধিকার বিবেচনায় একটি সম্মিলিত চাহিদা সনদ (Demand Charter) প্রণয়ন করা হয়।
চাহিদা সনদে যে বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে সেগুলো হচ্ছে –
• অনলাইন জুয়া ও মাদক সমস্যার সমাধান ও প্রতিরোধে কার্যকর উদ্যোগ;
• শাহ্ পরীর দীপে টেকসই বেরিবাঁধ নির্মাণ;
• শিক্ষার মানোন্নয়ন ও মানবপাচার প্রতিরোধে সমন্বিত পরিকল্পনা;
• পর্যটন উপযোগী উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণ;
• সামাজিক অপরাধ দমন, যুব উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি।
ওয়ার্কশপে উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের প্রতিনিধি সুমন আচার্য, এবং শেড এর এ-ফোর-টি প্রজেক্ট এর ফিল্ড ফ্যাসিলিটেটর হোসনে আরা পাখি ও মোহাম্মদ আবদুল্লাহ।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা বলেন, “নির্বাচনের আগে জনগণের অগ্রাধিকারভিত্তিক ইশতেহার প্রণয়ন একটি যুগোপযোগী উদ্যোগ, যা স্থানীয় উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর