দেশবিদেশ অনলাইন ডেস্ক | বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
বেশ কিছু বছর ধরে বলিউডে বায়োপিকের ছড়াছড়ি। বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনের অনুপ্রেরণায় তৈরি হয় এইসব বায়োপিক। এই বায়োপিকের তালিকায় আরও একটি নাম যোগ হয়েছে। জানা গেছে, সানিয়া মির্জার বায়োপিক তৈরি হচ্ছে। ছবিটি প্রযোজনা করবেন রনি স্ক্রুওয়ালা।
ছবির বিষয়বস্তু ঠিক হলেও মুখ্য ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, দীপিকা বা পরিণীতি চোপড়াকে নেওয়ার কথাও ভাবা হচ্ছে। আরও এক ব্যাটমিন্টন তারকা সাইনা নেহওয়ালকে নিয়েও তৈরি হচ্ছে বায়োপিক। সাইনার ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।
আরও এক অভিনেত্রীর নামও সামনে আসছে। তিনি হলেন আথিয়া শেট্টি। সানিয়ার সঙ্গে বেশ ভালো সম্পর্ক এই অভিনেত্রীর। তাই, আথিয়ার সানিয়া হওয়ার সম্ভাবনাও একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দেশবিদেশ /নেছার
Posted ১০:১৪ অপরাহ্ণ | বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
dbncox.com | ajker deshbidesh