বৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
টেকনাফের ইয়াবা ডিলার

সাইফুলের ডেরায় পুলিশী অভিযান

দেশবিদেশ রিপোর্ট   |   শনিবার, ১০ নভেম্বর ২০১৮

সাইফুলের ডেরায় পুলিশী অভিযান

দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ইয়াবা ডিলার হাজী সাইফুল করিমের ডেরায় অবশেষে অভিযান শুরু হয়েছে। বৃহষ্পতিবার টেকনাফের শিলবুনিয়া পাড়ার হানিফ ডাক্তারের পুত্র সাইফুলের বাসায় পুলিশ এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে। প্রথম দফায় হাজী সাইফুলের ঘরের বাউন্ডারি দেয়াল ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।
টেকনাফ পুলিশ এ সময় হানিফ ডাক্তারের বাসা থেকে দুইজন মিয়ানমার (বর্মাইয়া) নাগরিককে আটক করে থানায় নিয়ে যায়। মিয়ানমার (বর্মাইয়া) নাগরিকদ্বয় হানিফ ডাক্তারের পুত্র হাজী সাইফুলের ইয়াবার চালান পাচারকারি বলে জানা গেছে।
এ মুহূর্তে টেকনাফে ইয়াবা ডিলার হাজী সাইফুল করিমের পৃষ্ঠপোষকতায় চলছে সিলভার কাপ ফুটবল প্রতিযোগিতার আসর। এরকম আসরটি দিয়ে এলাকাবাসীর দৃষ্টি ভিন্ন দিকে ব্যস্ত রাখার প্রয়াস পাচ্ছে সাইফুল সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, বিএনপি রাজনীতির অন্যতম পৃষ্ঠপোষক এবং অর্থের যোগানদাতা বলে পরিচিত সীমান্তের হাজী সাইফুল করিম এক সময় ইয়াবা পাচার করেছেন একদম দাপটের সাথে।
এমনকি চট্টগ্রামের একটি থানায় কর্মরত একজন ওসি’র সাথে কথিত ব্যবসায়িক সখ্যতার সুযোগে গেল বছর মাইনুদ্দিন নামের একজন ওসি টেকনাফ থানায় কর্মরত থাকাকালীন সময়ে ওপেন সিক্রেট কারবার করেছেন। হাজী সাইফুল করিমের রয়েছে ৭ ভাই। রেজাউল করিম মুন্না নামের এক ভাই ইয়াবা সহ আটক হয়ে রয়েছেন কারাগারে। মাহবুবুল করিম নামের এক ভাই বর্তমানে কারবার চালিয়ে যাচ্ছেন।
অভিযোগ রয়েছে, বর্তমানে ইয়াবা বিরোধী সাঁড়াশি অভিযান চলাকালে ইয়াবা ডন হাজী সাইফুল গা ঢাকা দিয়ে রয়েছেন। মাদকের হালনাগাদ তালিকায় সর্বশেষ ৭৩ জনের মধ্যে এক নম্বরে রয়েছেন এমপি আবদুর রহমান বদি ও ২ নম্বরে রয়েছেন হাজী সাইফুল করিম। হাজী সাইফুল কারবার করেন নানা কৌশলে। এমনকি মিডিয়া নিয়ন্ত্রণেও হাজী সাইফুল বিনিয়োগ করেন নানাভাবে। সাইফুল সিন্ডিকেটের অনেকেই কথিত সাংবাদিক হিসাবেও পরিচয় দিয়ে থাকেন।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পুলিশ বৃহষ্পতিবার হাজী সাইফুল করিমের ঘরে হানা দেয়। এসময় পুলিশ তার ঘর থেকে দুইজন বর্মাইয়াকে হাতেনাতে গ্রেফতার করে। অপরদিকে ইয়াবা ডন সাইফুলের দ্বিতল বাড়ীর বাউন্ডারি দেওয়ালও ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। বিলম্বে হলেও ইয়াবা ডন সাইফুলের ঘরে পুলিশী অভিযানকে সীমান্তের লোকজন অভিনন্দিত কয়েছে।

Comments

comments

Posted ১:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ১০ নভেম্বর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com