দেশবিদেশ রিপোর্ট | মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
টেকনাফের তালিকাভুক্ত এক শীর্ষ ইয়াবাকারবারি নির্বাচনী প্রার্থী হতে গিয়ে এবার কক্সবাজারের সাংবাদিকদের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন। ওই কারবারির দাবি-‘আমি ইয়াবা কারবারে জড়িত ছিলাম না। আমি কোনদিন এই কারবার করিনি। সাংবাদিকরাই আমাকে ইয়াবা কারবারি হিসাবে দেশে-বিদেশে পরিচয় করে দিয়েছেন।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ এই ইয়াবা কারবারি এখন দলীয় মনোনয়ন নিতে গিয়ে অনেকটাই হেয় হয়ে পড়ছেন কেন্দ্রীয় নেতাদের কাছে। কেন্দ্রীয় নেতারাই বলছেন-এই ইয়াবা দেশের ভাবমুর্তি, জাতির ভাবমুর্তি এবং সর্বোপরি দলের ভাবমুর্তি ধুলিস্যাৎ করে দিয়েছে। এমনকি টেকনাফ সীমান্তের মরণ নেশা ইয়াবা বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকেও।
গতকাল সোমবার রাজধানী ঢাকার একটি অফিসে কেন্দ্রীয় নেতারা এই তালিকাভুক্ত কারবারিকে ইয়াবার মরণদশা নিয়ে জানতে চাইলে কারবারি বলেন-‘লীডার আমাকে সাংবাদিকরাই কলংকিত করে দিয়েছেন। বিশেষ করে দু’টি পত্রিকার কক্সবাজারের সাংবাদিকদ্বয় আমাকে নিয়ে লিখতে লিখতেই আজ আমার এমন দশা হয়েছে।’ বিষয়টি যেন উদর পিন্ডি বুদোর ঘাড়ে।
Posted ১২:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh