বৃহস্পতিবার ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সরে যাও মা, সরে যাও’

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   বুধবার, ০১ আগস্ট ২০১৮

সরে যাও মা, সরে যাও’

নিকোলো কিডম্যান। একজন অস্ট্রেলীয় অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক ও গায়িকা।  থ্রিলারধর্মী চলচ্চিত্র ডেড কাম, ডেজ অব থান্ডার (১৯৯০), রোমান্স-নাট্যধর্মী ফার অ্যান্ড অ্যাওয়ে (১৯৯২) ও সুপারহিরো চলচ্চিত্র ব্যাটম্যান ফরেভার (১৯৯৫) এ অভিনয় দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন এ অভিনেত্রী।

সম্প্রতি নিকোল কিডম্যানের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেটি ইতোমধ্যে দেখা হয়েছে প্রায় ৩ লাখ বার।

ভিডিওটিতে দেখা যায়, নিকোলের এক মেয়ে চিৎকার করে বলছে, ‘সরে যাও মা, সরে যাও।’ আর তখনই শোনা গেল ‘বিগ লিটল লাইজ’ তারকার অভয়বাণী। একটু পরেই কাচের গ্লাস দিয়ে বাচ্চাদের ভয় দেখানো প্রাণীটিকে আটক করলেন নিকোল। হাতে গ্লাস নেওয়ার পর তাতে বিশালাকার এক মাকড়সা দেখা গেল।

বিষাক্ত এই মাকড়সাকে ভয় পাওয়ার অনেক কারণই আছে। ছোটখাটো পাখি থেকে সাপ পর্যন্ত শিকার করে থাকে এই মাকড়সা। তবে অস্ট্রেলীয় এই অভিনেত্রীর কাছে এ ধরনের প্রাণী খুব একটা অপরিচিত নয়। ফলে তিনি ভয় পাননি।

পরে ইনস্টাগ্রামে প্রকাশ করেন, ‘অপ্রত্যাশিত’ অতিথিটিকে নিরাপদে এবং সুস্থ দেহে প্রকৃতিতে ছেড়ে  দেওয়া হয়েছে।

এই ঘটনার পর অনেকে নিকোল কিডম্যানের সাহসের প্রশংসাও করেছেন। কেউ কেউ তাঁকে ‘মাকড়সামাতা’ হিসেবেও আখ্যায়িত করেছেন।

দেশবিদেশ /০১ আগস্ট ২০১৮/নেছার

Comments

comments

Posted ১০:২১ অপরাহ্ণ | বুধবার, ০১ আগস্ট ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এবার নিশ্চিত
এবার নিশ্চিত

(1410 বার পঠিত)

রিচি আসছেন কাল
রিচি আসছেন কাল

(1238 বার পঠিত)

আবারো…
আবারো…

(1226 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com