ডিবিএন ডেস্ক | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩
বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজার জেলায় সরকারি সকল শূন্যপদে নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজার জেলা যুব মৈত্রী।
শনিবার (৭ জানুয়ারি) বিকাল ৪ টায় কক্সবাজার পৌরসভা চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুব মৈত্রীর সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক জিকু পালের সঞ্চালনায় সমাবেশে অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘প্রতি বছর ২০ থেকে ২৫ লাখ জনশক্তি শ্রমবাজারে প্রবেশ করে। এই কর্মসংস্থানের মাত্র ৫ শতাংশ সরকারি আর ৯৫ শতাংশ বেসরকারি খাতের। উচ্চশিক্ষা শেষ করে অনেকে সরকারি চাকুরির জন্য অপেক্ষা করেন বছরের পর বছর। একাধিক বিসিএস এবং একের পর এক সরকারি চাকুরির পরীক্ষা দিতে দিতে তাদের মধ্যে হতাশা তৈরি হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল চাকুরির সুবিধা পরিবারে পরিবারে পৌঁছে দেওয়া।যেখানে সরকারি ৩ লাখ ৮৪ হাজার ৬৩৭ শূন্য পদ খালি, সেখানে প্রতিশ্রুতি পূরণের উদ্যোগে এই সরকারের অনীহা পরিষ্কার।’
সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম জাহাঙ্গীর, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কক্সবাজার জেলা সভাপতি হাজী বশিরুল আলম, সেক্টর কমান্ডার ফোরামের সাধারন সম্পাদক কমরেড গিয়াস উদ্দিন প্রমুখ।
সমাবেশে উপস্থিত জনতা অবিলম্বে উক্ত পদগুলোতে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ,বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করা ও বেকার ভাতা চালুর দাবি জানান।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা যুব মৈত্রীর প্রচার বিষয়ক সম্পাদক রহিম উল্লাহ, ক্রীড়া বিষয়ক সম্পাদক রুবেল, সহ-সাধারণ সম্পাদক নবীর হোসেন, সহ-সভাপতি ফরিদা ইসমিন, আবুর হোসেন, সদস্য- নয়ন পাল, মিলন পালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩
dbncox.com | Bijoy Kumar