নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৮ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২৭ জুন সকাল ৮ টা থেকে ২৮ জুন রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন- মোঃ সেলিম, পিতা- গোলাম মোহাম্মদ, সাং- পেশকার পাড়া সেলিমের বাড়ী, থানা ও জেলা- কক্সবাজার, ০২। মিশু চক্রবর্তী,পিতা- সুনীল চক্রবর্তী, সাং- সাধনপুর, ০২নং ইউপি, থানা- বাশঁখালী, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- বিবেকানন্দ বিদ্যা নিকেতন, ঘোনার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ০৩। আমেনা বেগম, স্বামী- মৃত মোঃ সেলিম, সাং- নাছিম মেম্বারের ঘোনা, পূর্ব কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার, ০৪। আনোয়ারা বেগম, স¦ামী- রহমত উল্লাহ, সাং- বিকাশ বিল্ডিংয়ের পার্শ্বে কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার, ০৫। নজরুল ইসলাম, পিতা- এলাহদাদ, সাং- খরিনাবাড়ী, পেকুয়া, জেলা- কক্সবাজার, ০৬। জুবায়ের হোসেন প্রঃ কালু, পিতা- মোঃ ফয়েজ আহাম্মদ, সাং- ঘোনার পাড়া, দক্ষিণ ঝিলংজা ইউনিয়ন, থানা ও জেলা- কক্সবাজার, ০৭। মোঃ সোহেল প্রঃ কালু, পিতা- মোঃ সোলতান আহাম্মদ, সাং- পাহাড়তলী, ইসলামপুর, থানা ও জেলা- কক্সবাজার, ০৮। জাফর আলম,পিতা- মঞ্জুর আহমদ, ০৯। দ্বীন ইসলাম,পিতা- মৃত রহমান খান, ১০। নজরুল ইসলাম, পিতা- আব্দুল আলী, ১১। মোঃ হাবিব, পিতা- মৃত আব্দুর রশিদ, ১২। মোঃ সাগর,পিতা- নুর আহাম্মদ, সর্বসাং- সাহিত্যিকা পল্লী, সর্ব থানা ও জেলা- কক্সবাজার, ১৩। মোঃ রবিউল আলম, পিতা- ওসমান গনি, সাং- বৈদ্য ঘোনা, খাজা মঞ্জিল, থানা ও জেলা- কক্সবাজার, ১৪। আরাফাত রহমান, পিতা- মৃত মহাতার হোসেন, সাং- দক্ষিণ সাহিত্যকা পল্লী, থানা ও জেলা- কক্সবাজার, ১৫। মোঃ শাহজাহান, পিতা- রহমত আলী, সাং- চিরিংঙ্গা ষ্টেশন পাড়া ৪নং ওয়ার্ড, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ১৬। মোঃ আব্দুল্লাহ, পিতা- নুরুল আলম, সাং- উত্তর নুনিয়ার ছড়া, থানা ও জেলা- কক্সবাজার, ১৭। মোঃ ইয়াছিন, পিতা- মৃত মোঃ হাসান, সাং- মধ্যম নুনিয়াছড়া, থানা ও জেলা- কক্সবাজার, ১৮। মোঃ রবিউল আলম, পিতা- মোঃ ওসমান গনি, সাং- বৈদ্যঘোনা, খাজা ম্িঞ্জল, থানা ও জেলা- কক্সবাজার। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দীন খন্দকার জানান, ওয়ারেন্টভুক্ত আসামী ও ছিনতাইকারী ও সন্ত্রাসীকে ধরার জন্য সার্বক্ষনিক সর্তক অবস্থানে রয়েছে। এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
দেশবিদেশ/ ২৮ জুন ২০১৮/ নেছার
Posted ১১:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
dbncox.com | ajker deshbidesh