নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ জুলাই ২০১৮
কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১০ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৫ জুলাই সকাল ৮ টা থেকে ১৬ জুলাই রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় আটকৃতরা হলেন- চোছিন মং রাখাইন, পিতা- মৃত ছেনলুং রাখাইন, সাং- পশ্চিম মাছ বাজার রাখাইন পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ০২। সোনা মিয়া, পিতা- মৃত ওলা মিয়া, ০৩। আনোয়ার হোসেন, পিতা- সোনা মিয়া, উভয় সাং- দক্ষিণ মাইজপাড়া ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার, ০৪। মোঃ রাশেদ, পিতা- মৃত বজল আহাম্মদ, সাং- খুরুশকুল টাইমবাজার মেহেদীপাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ০৫। খায়রুল আমিন, পিতা- আবদুল হামিদ, সাং-ভালু মিয়া, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার, ০৬। আবু তালেব, পিতা- মৃত জামাল হোসেন, সাং- দক্ষিণ টেকপাড়া পল্লবী রোড, থানা ও জেলা- কক্সবাজার, ০৭। মোঃ রাশেদ, পিতা- মৃত ইছাহাক, সাং- উত্তর নুনিয়াছড়া, থানা ও জেলা- কক্সবাজার, ০৮। সাদ্দাম হোসেন, পিতা- জাফর আলম, সাং- পশ্চিম পাতলী পিএমখালী, থানা ও জেলা- কক্সবাজার, ০৯। মোঃ রায়হান, পিতা- মোঃ শাহজাহান, সাং- দক্ষিণ মুহুরী পাড়া বেসিক এলাকা ঝিলংজা ইউপি, থানা ও জেলা- কক্সবাজার, ১০। আবছার কামাল, পিতা- মৃত মোজাফ্ফর আহমদ, সাং- ছবিপাড়া, জালালাবাদ, থানা ও জেলা- কক্সবাজার। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দীন খন্দকার জানান, ওয়ারেন্টভুক্ত আসামী ও ছিনতাইকারী ও সন্ত্রাসীকে ধরার জন্য সার্বক্ষনিক সর্তক অবস্থানে রয়েছে। এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
Posted ১০:৩৩ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh