বার্তা পরিবেশক | শুক্রবার, ০২ নভেম্বর ২০১৮
জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ে বিজয় ফুল তৈরীর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এ উপলক্ষে শুক্রবার স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ প্রতিযোগীতার মাধ্যমে শিশুরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশেরও সুযোগ হবে। দেশজ সংস্কৃতিকে ধারণ করতে পারলে সত্যিকারের দেশপ্রেমিক হওয়া যায়। আর দেশপ্রেমিক হলে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
অতিরিক্ত জেলা প্রশাসক মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন,মুক্তিযোদ্ধা মো: শাহজাহান, নাট্যকর্মী এডভোকেট তাপস রক্ষিত বক্তব্য রাখেন।
পরে বিজয় ফুল তৈরী, রচনা,গল্প বলা, কবিতা, দেশাত্মবোধক গান, চিত্রাংকনসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার ক,খ ও গ বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Posted ৯:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ০২ নভেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh