দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০১ নভেম্বর ২০১৮
গণভবনে শেষ হলো জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রতিনিধিদের সংলাপ। রাত ১০টা ৩৫ মিনিটে সংলাপ শেষ হয়।
এর আগে নৈশভোজের বিরতি দিয়ে রাত ১০টার দিকে সংলাপ আবারও শুরু হয়।
বৈঠকে থাকা আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ওই সূত্রের দেওয়া তথ্যানুযায়ী, রাত বাড়ায় ৯টা ২০ এর দিকে প্রধানমন্ত্রীর আহ্বানে নৈশভোজে উভয়পক্ষের সব নেতা অংশ নেন। উভয়পক্ষের নেতাদের আসনের সামনেই তাদের পছন্দ অনুযায়ী খাবার পরিবেশন করা হয়। খাবার খেতে খেতেই তারা নিজেদের মধ্যে কথা বরতে থাকেন। তবে রাত ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে আবারও আলোচনা শুরু হয়ে তা পরবর্তী আধাঘণ্টা স্থায়ী হয়।
তবে এখনও এ সংলাপ সম্পর্কে উভয়পক্ষের কোনও নেতার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Posted ১০:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ নভেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh