শুক্রবার ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের শুভ সূচনা

  |   রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের শুভ সূচনা

এবারের এশিয়া কাপে অতীতের বাজে স্মৃতি কাটিয়ে ওঠার লক্ষ্যেই সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ। তারই জ্বলজ্যান্ত প্রমাণ দিলো তারা প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতে। শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে তারা হারাল ১৩৭ রানে।

মুশফিকুর রহিমের অনবদ্য এক ইনিংসে ৪৯.৩ ওভারে ২৬১ রান করে বাংলাদেশ সব উইকেট হারিয়ে। তারপর মাত্র ৩৫.২ ওভারে শ্রীলঙ্কাকে তারা গুটিয়ে দিয়েছে ১২৪ রানে।

লক্ষ্যে নেমে মোস্তাফিজুর রহমান উদ্বোধনী জুটি ভাঙার পর মাশরাফি মুর্তজার জোড়া আঘাতে বিপর্যস্ত লঙ্কান ব্যাটিং লাইনআপ।

দ্বিতীয় ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মোস্তাফিজ। প্রথম বলেই বিদায় নেন লঙ্কান ওপেনার। পরের ওভারে মাশরাফি বোল্ড করেন উপুল থারাঙ্গাকে (২৭)। বাংলাদেশের অধিনায়ক তার পরের ওভারে ধনঞ্জয়া ডি সিলভাকেও মাঠ ছাড়া করেন।

প্রথম পাওয়ার প্লের শেষ ওভারে মেহেদী হাসান মিরাজ ‍তুলে নেন শ্রীলঙ্কার চতুর্থ উইকেট। কুশল পেরেরাকে ১১ রানে এলবিডাব্লিউ করেন বাংলাদেশি স্পিনার। ৩৮ রানে ৪ উইকেট হারানোর পর শানাকাকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ম্যাথুস। কিন্তু অধিনায়কের ভুল বোঝাবুঝিতে নন স্ট্রাইকে ফিরতে গিয়ে সাকিব আল হাসানের থ্রোতে মিরাজ রান আউট করেন শানাকাকে (৭)।

পরের ওভারে ইনিংসে প্রথম বল হাতে নিয়ে দ্বিতীয় বলেই ম্যাথুসকে ১৬ রানে এলবিডাব্লিউ করেন রুবেল। মিরাজের পরের ওভারে পয়েন্টে রুবেল ধরেন থিসারা পেরেরার ক্যাচ। মুস্তাফিজ তার চতুর্থ ওভারে সুরাঙ্গা লাকমলকে ২০ রানে বোল্ড করেছেন। লাসিথ মালিঙ্গাকে নিয়ে বাংলাদেশের এই উইকেট উৎসবে কিছুটা বিরতি টেনেছিলেন দিলরুয়ান পেরেরা। তবে মোসাদ্দেক হোসেন তার দ্বিতীয় ওভারের প্রথম বলে তাকে লিটন দাসের ক্যাচ বানান।

পরের ওভারে আপোনসোকে বদলি ফিল্ডার নাজমুলের ক্যাচ বানান সাকিব।
দেশবিদেশ /১৬ সেপ্টেম্বর ২০১৮/নেছার

দুটি করে উইকেট নিয়েছেন মাশরাফি, মোস্তাফিজ ও মিরাজ।

Comments

comments

Posted ১২:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কৃষক ‘মাশরাফি’
কৃষক ‘মাশরাফি’

(1201 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com